অর্থ পাচারকারীদের খেলাপি ঋণ পুনঃতফসিল, খতিয়ে দেখার নির্দেশ আদালতের
যুগান্তর ডেস্ক
২৯ জুন ২০২২, ০১:৫৮:২৫ | অনলাইন সংস্করণ
অর্থ পাচারকারীদের খেলাপি ঋণ পুনঃতফসিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) খতিয়ে দেখতে বলেছেন আদালত। মঙ্গলবার (২৮ জুন) একটি জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে এলে স্বপ্রনোদিত হয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ বিষয়টি খতিয়ে দেখতে বলেন।
মঙ্গলবার দুদক আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেন, আমরা এখনই কোনো আদেশ দিচ্ছি না। তবে এটি আইনের লঙ্ঘন কি না আপনারা খতিয়ে দেখেন।
তখন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আমি রিপোর্টটি পড়েছি। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত মানিলন্ডারিংকে উৎসাহিত করবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অর্থ পাচারকারীদের খেলাপি ঋণ পুনঃতফসিল, খতিয়ে দেখার নির্দেশ আদালতের
অর্থ পাচারকারীদের খেলাপি ঋণ পুনঃতফসিলের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া সুবিধা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) খতিয়ে দেখতে বলেছেন আদালত। মঙ্গলবার (২৮ জুন) একটি জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন নজরে এলে স্বপ্রনোদিত হয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ বিষয়টি খতিয়ে দেখতে বলেন।
মঙ্গলবার দুদক আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেন, আমরা এখনই কোনো আদেশ দিচ্ছি না। তবে এটি আইনের লঙ্ঘন কি না আপনারা খতিয়ে দেখেন।
তখন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আমি রিপোর্টটি পড়েছি। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত মানিলন্ডারিংকে উৎসাহিত করবে।