জনগণের সাথে ডিসিদের ভালো আচরণ করতে বললেন মন্ত্রী
jugantor
জনগণের সাথে ডিসিদের ভালো আচরণ করতে বললেন মন্ত্রী

  যুগান্তর প্রতিবেদন  

২৭ জানুয়ারি ২০২৩, ০১:৩৭:৪৮  |  অনলাইন সংস্করণ

জনগণকে সরাসরি সেবা দেয় এমন প্রতিষ্ঠানগুলোর প্রতি নজর দেওয়ার পাশাপাশি জনগণের সাথে ভালো আচরণ করার জন্য ডিসিদের পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেছেন, আমাদের পাসপোর্ট অফিস, আমাদের হসপিটালগুলো, আমাদের বিআরটিএ অফিস থেকে শুরু করে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো খুব চমৎকারভাবে কাজ করতে পারে, জনগণকে সেবাটা ভালোমত দিতে পারে; যেখানে অভিযোগগুলো আসে, ভূমি নিবন্ধন অথবা আমাদের ভূমি খারিজ করা, সেখানে যেন ডিসিরা দৃষ্টি রাখে।

ফরহাদ হোসেন বলেন, ডিসিরা যাতে সেবাটা একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে, সে জন্য আমরা কাজ করছি। আমাদের নির্দেশনাগুলোও সেভাবে দেওয়া থাকে। বিভিন্ন রকম সুযোগ-সুবিধা, বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে কৌশলে আমরা জনগণকে সেবাটা দিতে পারি

স্কুল পরিদর্শনের জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, স্কুলগুলোতে যাতে ডিসিরা ভিজিট করেন, স্কুলের লেখাপড়ার মান যাতে ভালো হয়- ডিসিরা সেগুলো ভিজিট করেন এবং খেয়াল রাখেন।

ডিসিদেরকে জনগণের সাথে ভালো আচরণ করার পরামর্শ দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ডিসিরা অবশ্যই গুড ম্যানেজার হবেন। তাদের অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি থাকবে। মানুষের সাথে সুন্দর আচরণ, ব্যবহার করতে হবে। মানুষ যেন তার সমস্যাগুলো বলার জন্য ডিসির কাছে যেতে সাবলীল এবং স্বস্তি বোধ করে।

তিনি আরও বলেন, আমরা মোটিভেশনাল এই কথাগুলো বলেছি। আর এই দিকনির্দেশনাগুলো দিয়েছি, যাতে একজন ডিসি সফলভাবে মাঠের প্রত্যেকটা বিষয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, উন্নয়নের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। একজন ডিসি সক্ষমভাবে কাজ করবেন। তার কিন্তু সক্ষমতা আছে। কারণ আমাদের মানুষের চাহিদা পূরণ করা এবং সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে, প্রকল্পগুলো আছে- সেগুলো বাস্তবায়ন করতে পারে।

তিনি আরও বলেন, ডিসিরামানুষের সেবক হিসেবে কাজ করবেন। আমরা জানি, এখন আমাদের ডিসি যারা হচ্ছেন, তাদেরকে আমরা অত্যন্ত বেছে, দক্ষ যারা, যোগ্য যারা, এডুকেশনে ভালো ব্যাকগ্রাউন্ড আছে, ফ্যামিলি ভালো ব্যাকগ্রাউন্ড আছে, তাদের যে প্রফেশনাল ব্যাকউগ্রাউন্ড- সেগুলো যাচাই-বাছাই করে আমরা তাদেরকে পদায়ন করছি। কেউ ব্যর্থ হবেন না, সকলে সফল হবেন।

জনগণের সাথে ডিসিদের ভালো আচরণ করতে বললেন মন্ত্রী

 যুগান্তর প্রতিবেদন 
২৭ জানুয়ারি ২০২৩, ০১:৩৭ এএম  |  অনলাইন সংস্করণ

জনগণকে সরাসরি সেবা দেয় এমন প্রতিষ্ঠানগুলোর প্রতি নজর দেওয়ার পাশাপাশি জনগণের সাথে ভালো আচরণ করার জন্য ডিসিদের পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন মন্ত্রী। 

তিনি বলেছেন, আমাদের পাসপোর্ট অফিস, আমাদের হসপিটালগুলো, আমাদের বিআরটিএ অফিস থেকে শুরু করে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো খুব চমৎকারভাবে কাজ করতে পারে, জনগণকে সেবাটা ভালোমত দিতে পারে; যেখানে অভিযোগগুলো আসে, ভূমি নিবন্ধন অথবা আমাদের ভূমি খারিজ করা, সেখানে যেন ডিসিরা দৃষ্টি রাখে।

ফরহাদ হোসেন বলেন, ডিসিরা যাতে সেবাটা একেবারে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে, সে জন্য আমরা কাজ করছি। আমাদের নির্দেশনাগুলোও সেভাবে দেওয়া থাকে। বিভিন্ন রকম সুযোগ-সুবিধা, বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে কৌশলে আমরা জনগণকে সেবাটা দিতে পারি

স্কুল পরিদর্শনের জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, স্কুলগুলোতে যাতে ডিসিরা ভিজিট করেন, স্কুলের লেখাপড়ার মান যাতে ভালো হয়- ডিসিরা সেগুলো ভিজিট করেন এবং খেয়াল রাখেন।

ডিসিদেরকে জনগণের সাথে ভালো আচরণ করার পরামর্শ দিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ডিসিরা অবশ্যই গুড ম্যানেজার হবেন। তাদের অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি থাকবে। মানুষের সাথে সুন্দর আচরণ, ব্যবহার করতে হবে। মানুষ যেন তার সমস্যাগুলো বলার জন্য ডিসির কাছে যেতে সাবলীল এবং স্বস্তি বোধ করে। 

তিনি আরও বলেন, আমরা মোটিভেশনাল এই কথাগুলো বলেছি। আর এই দিকনির্দেশনাগুলো দিয়েছি, যাতে একজন ডিসি সফলভাবে মাঠের প্রত্যেকটা বিষয়ের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন, উন্নয়নের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। একজন ডিসি সক্ষমভাবে কাজ করবেন। তার কিন্তু সক্ষমতা আছে। কারণ আমাদের মানুষের চাহিদা পূরণ করা এবং সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে, প্রকল্পগুলো আছে- সেগুলো বাস্তবায়ন করতে পারে।

তিনি আরও বলেন, ডিসিরা মানুষের সেবক হিসেবে কাজ করবেন। আমরা জানি, এখন আমাদের ডিসি যারা হচ্ছেন, তাদেরকে আমরা অত্যন্ত বেছে, দক্ষ যারা, যোগ্য যারা, এডুকেশনে ভালো ব্যাকগ্রাউন্ড আছে, ফ্যামিলি ভালো ব্যাকগ্রাউন্ড আছে, তাদের যে প্রফেশনাল ব্যাকউগ্রাউন্ড- সেগুলো যাচাই-বাছাই করে আমরা তাদেরকে পদায়ন করছি। কেউ ব্যর্থ হবেন না, সকলে সফল হবেন। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন