বিআরটিএ জরিমানা আদায় করেছে সাড়ে ৭১ লাখ টাকা
jugantor
সংসদে ওবায়দুল কাদের
বিআরটিএ জরিমানা আদায় করেছে সাড়ে ৭১ লাখ টাকা

  সংসদ প্রতিবেদক  

২৯ জানুয়ারি ২০২৩, ২২:০৯:৫৩  |  অনলাইন সংস্করণ

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেয়াদ উত্তীর্ণ যানবাহন এবং ফিটনেসবিহীন বা বিধিবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে।

২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ হাজার ৬৪৮টি মামলায় ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ৯টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

রোববার জাতীয় সংসদে একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মেয়াদ উত্তীর্ণ যানবাহন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে। এছাড়া জেলা ও হাইওয়েতেও জেলা ম্যাজিস্ট্রেট এবং হাইওয়ে পুলিশ এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, বর্তমানে দেশে বিআরটিসি বাসের সংখ্যা ১ হাজার ৩৫০টি।

সংসদে ওবায়দুল কাদের

বিআরটিএ জরিমানা আদায় করেছে সাড়ে ৭১ লাখ টাকা

 সংসদ প্রতিবেদক 
২৯ জানুয়ারি ২০২৩, ১০:০৯ পিএম  |  অনলাইন সংস্করণ

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেয়াদ উত্তীর্ণ যানবাহন এবং ফিটনেসবিহীন বা বিধিবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে। 

২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২ হাজার ৬৪৮টি মামলায় ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ৯টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। 

রোববার জাতীয় সংসদে একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মেয়াদ উত্তীর্ণ যানবাহন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে। এছাড়া জেলা ও হাইওয়েতেও জেলা ম্যাজিস্ট্রেট এবং হাইওয়ে পুলিশ এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, বর্তমানে দেশে বিআরটিসি বাসের সংখ্যা ১ হাজার ৩৫০টি।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন