আইন কমিশনের সদস্য হলেন বিচারপতি আবু বকর সিদ্দিকী
যুগান্তর প্রতিবেদন
২৯ জানুয়ারি ২০২৩, ২৩:০০:০২ | অনলাইন সংস্করণ
আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আইন কমিশনের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। ১৯৯৬ সালের কমিশন আইনের ৫ উপধারার (৩) ক্ষমতাবলে রোববার তাকে এ নিয়োগ দিয়েছে সরকার।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে যোগদানের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত পদে থাকাকালীন তিনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি ভোগ করবেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ জুলাই ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যান এই বিচারপতি। বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বড় ভাই। তারা আপিল বিভাগের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের ইতিহাসে আপন দুই ভাইয়ের এক সঙ্গে আপিল বিভাগের বিচারপতি পদে থাকা এ প্রথম কোনো ঘটনা ছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আইন কমিশনের সদস্য হলেন বিচারপতি আবু বকর সিদ্দিকী
আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে আইন কমিশনের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। ১৯৯৬ সালের কমিশন আইনের ৫ উপধারার (৩) ক্ষমতাবলে রোববার তাকে এ নিয়োগ দিয়েছে সরকার।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক বিচারপতি মো. আবু বকর সিদ্দিকীকে যোগদানের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। উক্ত পদে থাকাকালীন তিনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি ভোগ করবেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৮ জুলাই ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যান এই বিচারপতি। বিচারপতি মো. আবু বকর সিদ্দিকী বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বড় ভাই। তারা আপিল বিভাগের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের ইতিহাসে আপন দুই ভাইয়ের এক সঙ্গে আপিল বিভাগের বিচারপতি পদে থাকা এ প্রথম কোনো ঘটনা ছিল।