আইইবি নির্বাচন: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ‘সবুর-মঞ্জু’ প্যানেলের পরিচিত সভা
বিজ্ঞপ্তি
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১০:২০ | অনলাইন সংস্করণ
আগামীর সব চ্যালেঞ্জ মোকাবিলায় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে কাজ করবে সবুর-মঞ্জু প্যানেল। প্রকৌশলীদের যেকোনো আন্দোলনে, সংগ্রামে ও সেবায় সঙ্গে থাকবে এই প্যানেল। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ২০২৩-২০২৪ মেয়াদের অনুষ্ঠিত নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ মনোনীত 'সবুর-মঞ্জু' প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। মঙ্গলবার ঢাকার রমনায় আইইবির অডিটোরিয়ামে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি এবং ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আইইবির বর্তমান প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মো. মহসিনসহ আইইবির বিভিন্ন বিভাগ, কেন্দ্র, উপকেন্দ্রের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতারা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান।
'সবুর-মঞ্জু' প্যানেলের প্রার্থীরা হলেন- প্রেসিডেন্ট পদে প্রকৌশলী মো. আবদুস সবুর, সাধারণ সম্পাদক পদে এসএম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস-প্রেসিডেন্ট (সেবা ও কল্যাণ) প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু, ভাইস-প্রেসিডেন্ট (মানব সম্পদ উন্নয়ন),মঞ্জুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক এবং আন্তর্জাতিক) প্রকৌশলী কাজী খাইরুল বাশার, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মো. নুরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক পদে (অর্থ ও প্রশাসন) প্রকৌশলী রনক আহসান, সহকারী সাধারণ সম্পাদক (মানব সম্পদ) প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, সহকারী সাধারণ সম্পাদক (সেবা ও উন্নয়ন) প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক এবং আন্তর্জাতিক) প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী।
আইইবি ঢাকা সেন্টারে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেলের চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও মানব সম্পদ উন্নয়ন) প্রকৌশলী শেখ মাসুম কামাল, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পেশা এবং সেবা) প্রকৌশলী মো. হালিম আহমেদ মুরাদ ও মো. নজরুল ইসলাম মনোনীত হয়েছেন।
আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আইইবির সদর দপ্তর, ঢাকা কেন্দ্রসহ সারা দেশের ১৮টি কেন্দ্র, ৩৩টি উপকেন্দ্র এবং ওভারসিজ চ্যাপ্টারগুলোতে ভোট গ্রহণ হবে।- বিজ্ঞপ্তি
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আইইবি নির্বাচন: বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ‘সবুর-মঞ্জু’ প্যানেলের পরিচিত সভা
আগামীর সব চ্যালেঞ্জ মোকাবিলায় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে কাজ করবে সবুর-মঞ্জু প্যানেল। প্রকৌশলীদের যেকোনো আন্দোলনে, সংগ্রামে ও সেবায় সঙ্গে থাকবে এই প্যানেল। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ২০২৩-২০২৪ মেয়াদের অনুষ্ঠিত নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ মনোনীত 'সবুর-মঞ্জু' প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। মঙ্গলবার ঢাকার রমনায় আইইবির অডিটোরিয়ামে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি এবং ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আইইবির বর্তমান প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা, এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মো. মহসিনসহ আইইবির বিভিন্ন বিভাগ, কেন্দ্র, উপকেন্দ্রের বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতারা বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান।
'সবুর-মঞ্জু' প্যানেলের প্রার্থীরা হলেন- প্রেসিডেন্ট পদে প্রকৌশলী মো. আবদুস সবুর, সাধারণ সম্পাদক পদে এসএম মঞ্জুরুল হক মঞ্জু, ভাইস-প্রেসিডেন্ট (সেবা ও কল্যাণ) প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু, ভাইস-প্রেসিডেন্ট (মানব সম্পদ উন্নয়ন),মঞ্জুর মোর্শেদ, ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক এবং আন্তর্জাতিক) প্রকৌশলী কাজী খাইরুল বাশার, ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মো. নুরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক পদে (অর্থ ও প্রশাসন) প্রকৌশলী রনক আহসান, সহকারী সাধারণ সম্পাদক (মানব সম্পদ) প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী, সহকারী সাধারণ সম্পাদক (সেবা ও উন্নয়ন) প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক এবং আন্তর্জাতিক) প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী।
আইইবি ঢাকা সেন্টারে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্যানেলের চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও মানব সম্পদ উন্নয়ন) প্রকৌশলী শেখ মাসুম কামাল, ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পেশা এবং সেবা) প্রকৌশলী মো. হালিম আহমেদ মুরাদ ও মো. নজরুল ইসলাম মনোনীত হয়েছেন।
আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আইইবির সদর দপ্তর, ঢাকা কেন্দ্রসহ সারা দেশের ১৮টি কেন্দ্র, ৩৩টি উপকেন্দ্র এবং ওভারসিজ চ্যাপ্টারগুলোতে ভোট গ্রহণ হবে।- বিজ্ঞপ্তি