রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পরিবহণ শ্রমিক নিহত
যুগান্তর প্রতিবেদন
২০ মার্চ ২০২৩, ২২:৩৮:৪০ | অনলাইন সংস্করণ
রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী অজ্ঞাত বাসের ধাক্কায় সানোয়ার হোসেন (২৬) নামে এক পরিবহণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী জাহিদ হোসেন জানান, সানোয়ার হোসেন বাসের হেলপার। ভোর সাড়ে ৬টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সানোয়ার। পরে রক্তাক্ত অবস্থায় ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পলাশিয়া গ্রামে। তার বাবার নাম আক্কাস আলী।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পরিবহণ শ্রমিক নিহত
রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগামী অজ্ঞাত বাসের ধাক্কায় সানোয়ার হোসেন (২৬) নামে এক পরিবহণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী জাহিদ হোসেন জানান, সানোয়ার হোসেন বাসের হেলপার। ভোর সাড়ে ৬টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ডে অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সানোয়ার। পরে রক্তাক্ত অবস্থায় ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পলাশিয়া গ্রামে। তার বাবার নাম আক্কাস আলী।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।