অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ৬৮৬ সহযোগী অধ্যাপক
যুগান্তর প্রতিবেদন
২১ মার্চ ২০২৩, ০১:১৩:১৯ | অনলাইন সংস্করণ
সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ সহযোগী অধ্যাপক।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই পদোন্নতির আদেশ জারি করে।
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা ২০১৫ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকার স্কেলে বেতন পাবেন বলে সেখানে জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞানে সবচেয়ে বেশি ৬৫ জন পদোন্নতি পেয়েছেন।
এছাড়া অর্থনীতিতে ৩৮ জন, আরবী ও গার্হস্থ্য অর্থনীতিতে দুই জন করে, ইসলামী শিক্ষায় ১৩ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং প্রাণিবিদ্যায় ৩৭, ইংরেজিতে ৫৯, ইতিহাস ও উদ্ভিদবিদ্যায় ৩৪, গণিতে ৩০ জন, দর্শনে ৩৩ জন, পদার্থবিদ্যায় ৩৬ জন, পরিসংখ্যানে ৪ জন, বাংলায় ৬১ জন, ব্যবস্থাপনায় ৪৮ জন, ভূগোলে ১৮ জন, মার্কেটিং ও মৃত্তিকাবিজ্ঞানে ১ জন করে, মনোবিজ্ঞানে ৭ জন, রসায়নে ৪২ জন, সমাজকল্যাণে ১৪ জন, সমাজবিজ্ঞানে ১৬ জন, হিসাববিজ্ঞানে ৪৭ জন অধ্যাপক হয়েছেন।
টিচার্স ট্রেইনিং কলেজগুলোতে (টিটিসি) বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, গণিত, শিক্ষা এবং গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ে এক জন করে অধ্যাপক হয়েছেন।
আদেশে দেখা যায়, পদোন্নতি পাওয়া অধ্যাপকদের একাংশকে বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে এবং কাউকে কাউকে পদোন্নতি দিয়ে আগের জায়গায় রাখা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ৬৮৬ সহযোগী অধ্যাপক
সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৬ সহযোগী অধ্যাপক।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই পদোন্নতির আদেশ জারি করে।
পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা ২০১৫ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকার স্কেলে বেতন পাবেন বলে সেখানে জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞানে সবচেয়ে বেশি ৬৫ জন পদোন্নতি পেয়েছেন।
এছাড়া অর্থনীতিতে ৩৮ জন, আরবী ও গার্হস্থ্য অর্থনীতিতে দুই জন করে, ইসলামী শিক্ষায় ১৩ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং প্রাণিবিদ্যায় ৩৭, ইংরেজিতে ৫৯, ইতিহাস ও উদ্ভিদবিদ্যায় ৩৪, গণিতে ৩০ জন, দর্শনে ৩৩ জন, পদার্থবিদ্যায় ৩৬ জন, পরিসংখ্যানে ৪ জন, বাংলায় ৬১ জন, ব্যবস্থাপনায় ৪৮ জন, ভূগোলে ১৮ জন, মার্কেটিং ও মৃত্তিকাবিজ্ঞানে ১ জন করে, মনোবিজ্ঞানে ৭ জন, রসায়নে ৪২ জন, সমাজকল্যাণে ১৪ জন, সমাজবিজ্ঞানে ১৬ জন, হিসাববিজ্ঞানে ৪৭ জন অধ্যাপক হয়েছেন।
টিচার্স ট্রেইনিং কলেজগুলোতে (টিটিসি) বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, বিজ্ঞান, গণিত, শিক্ষা এবং গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিংয়ে এক জন করে অধ্যাপক হয়েছেন।
আদেশে দেখা যায়, পদোন্নতি পাওয়া অধ্যাপকদের একাংশকে বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে এবং কাউকে কাউকে পদোন্নতি দিয়ে আগের জায়গায় রাখা হয়েছে।