আরাভ খান গ্রেফতার হয়েছেন কিনা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
jugantor
আরাভ খান গ্রেফতার হয়েছেন কিনা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

  যুগান্তর প্রতিবেদন  

২১ মার্চ ২০২৩, ২০:১৮:০৭  |  অনলাইন সংস্করণ

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে গ্রেফতার হননি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন দুপুরে দুবাইয়ে আরাভ খানের গ্রেফতারের গুঞ্জন নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‍দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।

প্রতিমন্ত্রী বলেন, আমি এটুকুই বলতে পারি যে, বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয়েনা থাকে তাহলেকোনো কারণে মুক্ত থাকার পরিস্থিতি থাকে না।

তাহলে আরাভ কি গ্রেফতার হয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সে (আরাভ খান) অ্যারেস্ট হয়নি। এটা এখনও আনফোল্ডিং, আপনারা সময় মতো জানতে পারবেন।

আরাভ খান গ্রেফতার হয়েছেন কিনা, যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

 যুগান্তর প্রতিবেদন 
২১ মার্চ ২০২৩, ০৮:১৮ পিএম  |  অনলাইন সংস্করণ

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে গ্রেফতার হননি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন দুপুরে দুবাইয়ে আরাভ খানের গ্রেফতারের গুঞ্জন নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‍দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। 

প্রতিমন্ত্রী বলেন, আমি এটুকুই বলতে পারি যে, বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয়ে না থাকে তাহলে কোনো কারণে মুক্ত থাকার পরিস্থিতি থাকে না।

তাহলে আরাভ কি গ্রেফতার হয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সে (আরাভ খান) অ্যারেস্ট হয়নি।  এটা এখনও আনফোল্ডিং, আপনারা সময় মতো জানতে পারবেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও খবর