পঞ্চম দফায়ও হজ নিবন্ধনে সাড়া মেলেনি, এখনো ফাঁকা প্রায় ১০ হাজার আসন
jugantor
পঞ্চম দফায়ও হজ নিবন্ধনে সাড়া মেলেনি, এখনো ফাঁকা প্রায় ১০ হাজার আসন

  যুগান্তর প্রতিবেদন  

২৭ মার্চ ২০২৩, ২০:৩২:৩৭  |  অনলাইন সংস্করণ

পঞ্চম দফায়ও হজ নিবন্ধনে ছাড়া মিলেনি

চলতি মৌসুমে মাত্রারিক্ত হজ প্যাকেজের খরচ নির্ধারণ করায় পঞ্চম দফায়ও নিবন্ধনের আগ্রহ কম হজযাত্রীদের। নিবন্ধনের সময় দফায় দফায় বৃদ্ধি করেও কোটা পূরণ হচ্ছে না। এ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানসহ দেশের সব মহলে ব্যাপক সমালোচনা চলছে।

উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) হজ প্যাকেজের মূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা দেয় ধর্ম মন্ত্রণালয়। কিন্তু এর পরও হজে যেতে ইচ্ছুকদের কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। পঞ্চম দফায় সময় বাড়ানোর পরও কোটা পূরণে বাকি প্রায় ১০ হাজার হজযাত্রীর।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পঞ্চম দফায় নিবন্ধনের সময় বাড়িয়ে ২৭ মার্চ পর্যন্ত করা হয়। এ প্রতিবেদন (২৭ মার্চ) সন্ধ্যা লেখা পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে এখনও নিবন্ধন ফাঁকা রয়েছে ৯ হাজার ৮৫১ জনের। এর মধ্যে সরকারিতে ফাঁকা ৫ হাজার ১০৮ জন, বেসরকারিতে ফাঁকা ৪ হাজার ৭৪৩ জন।

গত বৃহস্পতিবার হজযাত্রীদের খরচ ১১ হাজার ২৭৫ টাকা কমিয়ে দেয় সৌদি সরকার। যারা এরইমধ্যে নিবন্ধন করে ফেলেছেন, তাদের খাবারের টাকার সঙ্গে এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে।

দেখা গেছে, বেসরকারিভাবে নিবন্ধনের সংখ্যা ধীরে ধীরে বাড়লেও সরকারি নিবন্ধনের সংখ্যা নিতান্তই কম। এবার হজের খরচ বেশি হওয়ায় শুরু থেকেই নিবন্ধনের আগ্রম কম দেখা গেছে হজযাত্রীদের। হজযাত্রীরা অনেকেই অপেক্ষায় ছিলেন হাইকোর্ট, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন মহলের চাপে বিমান ভাড়া হয়তো কমবে। কিন্তু বিমান কর্তৃপক্ষ ভাড়া কমানো সম্ভব না- বলে জানিয়ে দিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

পঞ্চম দফায়ও হজ নিবন্ধনে সাড়া মেলেনি, এখনো ফাঁকা প্রায় ১০ হাজার আসন

 যুগান্তর প্রতিবেদন 
২৭ মার্চ ২০২৩, ০৮:৩২ পিএম  |  অনলাইন সংস্করণ
পঞ্চম দফায়ও হজ নিবন্ধনে ছাড়া মিলেনি
পঞ্চম দফায়ও হজ নিবন্ধনে ছাড়া মিলেনি। ফাইল ছবি

চলতি মৌসুমে মাত্রারিক্ত হজ প্যাকেজের খরচ নির্ধারণ করায় পঞ্চম দফায়ও নিবন্ধনের আগ্রহ কম হজযাত্রীদের। নিবন্ধনের সময় দফায় দফায় বৃদ্ধি করেও কোটা পূরণ হচ্ছে না। এ নিয়ে ধর্মপ্রাণ মুসলমানসহ দেশের সব মহলে ব্যাপক সমালোচনা চলছে।

উদ্ভূত পরিস্থিতিতে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) হজ প্যাকেজের মূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা দেয় ধর্ম মন্ত্রণালয়। কিন্তু এর পরও হজে যেতে ইচ্ছুকদের কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। পঞ্চম দফায় সময় বাড়ানোর পরও কোটা পূরণে বাকি প্রায় ১০ হাজার হজযাত্রীর। 

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পঞ্চম দফায় নিবন্ধনের সময় বাড়িয়ে ২৭ মার্চ পর্যন্ত করা হয়। এ প্রতিবেদন (২৭ মার্চ) সন্ধ্যা লেখা পর্যন্ত সরকারি-বেসরকারি মিলিয়ে এখনও নিবন্ধন ফাঁকা রয়েছে  ৯ হাজার ৮৫১ জনের। এর মধ্যে সরকারিতে ফাঁকা ৫ হাজার ১০৮ জন, বেসরকারিতে ফাঁকা ৪ হাজার ৭৪৩ জন।

গত বৃহস্পতিবার হজযাত্রীদের খরচ ১১ হাজার ২৭৫ টাকা কমিয়ে দেয় সৌদি সরকার। যারা এরইমধ্যে নিবন্ধন করে ফেলেছেন, তাদের খাবারের টাকার সঙ্গে এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে। 

দেখা গেছে, বেসরকারিভাবে নিবন্ধনের সংখ্যা ধীরে ধীরে বাড়লেও সরকারি নিবন্ধনের সংখ্যা নিতান্তই কম। এবার হজের খরচ বেশি হওয়ায় শুরু থেকেই নিবন্ধনের আগ্রম কম দেখা গেছে হজযাত্রীদের। হজযাত্রীরা অনেকেই অপেক্ষায় ছিলেন হাইকোর্ট, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন মহলের চাপে বিমান ভাড়া হয়তো কমবে। কিন্তু বিমান কর্তৃপক্ষ ভাড়া কমানো সম্ভব না- বলে জানিয়ে দিয়েছে। 

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন