দেড় মাস পর করোনায় একজনের মৃত্যু
jugantor
দেড় মাস পর করোনায় একজনের মৃত্যু

  যুগান্তর প্রতিবেদন  

২৮ মার্চ ২০২৩, ২১:৩৬:৩৯  |  অনলাইন সংস্করণ

দেশে গত এক দিনে ৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দীর্ঘ প্রায় দেড় মাস (৪৩ দিন) পর প্রথমবার একজনের মৃত্যুর খবর এসেছে। এর আগে সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি ভাইরাসটিতে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৪৩ দিন করোনায় মৃত্যুহীন ছিল বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে শূন্য দশমিক ৩৭ শতাংশ; যা আগের দিন শূন্য দশমিক ৬৩ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ১৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ২০ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৮২১ জন। গত একদিনে শনাক্ত রোগীদের সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। দেশের বাকি ৬৩ জেলায় একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

দেড় মাস পর করোনায় একজনের মৃত্যু

 যুগান্তর প্রতিবেদন 
২৮ মার্চ ২০২৩, ০৯:৩৬ পিএম  |  অনলাইন সংস্করণ

দেশে গত এক দিনে ৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দীর্ঘ প্রায় দেড় মাস (৪৩ দিন) পর প্রথমবার একজনের মৃত্যুর খবর এসেছে। এর আগে সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি ভাইরাসটিতে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৪৩ দিন করোনায় মৃত্যুহীন ছিল বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার হয়েছে শূন্য দশমিক ৩৭ শতাংশ; যা আগের দিন শূন্য দশমিক ৬৩ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ১৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ২০ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৮২১ জন। গত একদিনে শনাক্ত রোগীদের সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। দেশের বাকি ৬৩ জেলায় একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ আগস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

২৮ মে, ২০২৩