বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাজ্য
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনে অংশীদার হতে চায়। এ সময় তিনি আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আহ্বান জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন,দেশের মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে। সিলেটে অসুস্থ সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে মঙ্গলবার কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার আগে মঙ্গলবার সিলেট সফরে যান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। সিলেটে পৌঁছেই তিনি চলে যান নগরীর কুমারপাড়ায় সিটি মেয়র আরিফুল হকের বাড়িতে। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করেন মেয়র।
এ সময় তিনি আরিফুল হকের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় দুজনের মধ্যে দেশের বর্তমান রাজনীতি নিয়ে আলোচনা হয়। প্রায় পৌনে এক ঘণ্টার আলোচনায় মেয়র আরিফ আগামী সিলেট সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচন নিয়ে তার শঙ্কার কথা জানান।
আলোচনা শেষে ব্রিটিশ হাইকমিশনারকে চা পাতা, মণিপুরী শাড়ি ও বই উপহার দেন মেয়র আরিফ। এ সময় তার স্ত্রী শামা হক চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিভাবে দেখছে যুক্তরাজ্য সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন,বাংলাদেশের আগামী নির্বাচন দেশের মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এ নির্বাচন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্যও গুরুত্বপূর্ণ। কারণ ২০২৬ সালে উন্নত ও মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন চায় যুক্তরাজ্য
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনে অংশীদার হতে চায়। এ সময় তিনি আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আহ্বান জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন,দেশের মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে হবে। সিলেটে অসুস্থ সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে মঙ্গলবার কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ থেকে ফিরে যাওয়ার আগে মঙ্গলবার সিলেট সফরে যান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। সিলেটে পৌঁছেই তিনি চলে যান নগরীর কুমারপাড়ায় সিটি মেয়র আরিফুল হকের বাড়িতে। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করেন মেয়র।
এ সময় তিনি আরিফুল হকের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় দুজনের মধ্যে দেশের বর্তমান রাজনীতি নিয়ে আলোচনা হয়। প্রায় পৌনে এক ঘণ্টার আলোচনায় মেয়র আরিফ আগামী সিলেট সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচন নিয়ে তার শঙ্কার কথা জানান।
আলোচনা শেষে ব্রিটিশ হাইকমিশনারকে চা পাতা, মণিপুরী শাড়ি ও বই উপহার দেন মেয়র আরিফ। এ সময় তার স্ত্রী শামা হক চৌধুরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কিভাবে দেখছে যুক্তরাজ্য সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন,বাংলাদেশের আগামী নির্বাচন দেশের মানুষ ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এ নির্বাচন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্যও গুরুত্বপূর্ণ। কারণ ২০২৬ সালে উন্নত ও মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে বাংলাদেশ।