কামরাঙ্গীর চরে ফার্নিচার কারাখানায় আগুনে শিশুসহ দগ্ধ ২
jugantor
কামরাঙ্গীর চরে ফার্নিচার কারাখানায় আগুনে শিশুসহ দগ্ধ ২

  যুগান্তর প্রতিবেদন  

২৮ মার্চ ২০২৩, ২২:৩২:৪৫  |  অনলাইন সংস্করণ

রাজধানীর কামরাঙ্গীরচর থানার বাদশামিয়ার স্কুলের পাশে ফার্নিচার কারখানায় বার্নিশ থেকে লাগা আগুনে শিশুসহ দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মিম (৬) ও জহিরুল ইসলাম (৩৩)। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

দগ্ধ জহিরুল ইসলামের সহকর্মী শেখ ফরিদ বলেন, ফার্নিচার কারখানা ও দগ্ধ হওয়া শিশুটির বাসা একসঙ্গে। ফার্নিচারের বার্নিশ হাতে ছিল জহিরুল, পাশেই মোম গলানোর জন্য মোমবাতি জ্বালানো ছিল।

ওই শিশু আগুনের পাশ দিয়ে দৌড় দিলে বার্নিশ মোমের ওপরে পড়ে মুহূর্তে দুজনের শরীরে আগুন লেগে যায়।

পরে আমরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এসেছি। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, কামরাঙ্গীরচর থেকে দগ্ধ অবস্থায় দুইজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

এদের মধ্যে মিম নামে ছয় বছরে একটি শিশু রয়েছে। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। জহিরুল ইসলাম নামে আরও একজনের চিকিৎসা চলছে, তার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি।

কামরাঙ্গীর চরে ফার্নিচার কারাখানায় আগুনে শিশুসহ দগ্ধ ২

 যুগান্তর প্রতিবেদন 
২৮ মার্চ ২০২৩, ১০:৩২ পিএম  |  অনলাইন সংস্করণ

রাজধানীর কামরাঙ্গীরচর থানার বাদশা মিয়ার স্কুলের পাশে ফার্নিচার কারখানায় বার্নিশ থেকে লাগা আগুনে শিশুসহ দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মিম (৬) ও জহিরুল ইসলাম (৩৩)। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। 

দগ্ধ জহিরুল ইসলামের সহকর্মী শেখ ফরিদ বলেন, ফার্নিচার কারখানা ও দগ্ধ হওয়া শিশুটির বাসা একসঙ্গে। ফার্নিচারের বার্নিশ হাতে ছিল জহিরুল, পাশেই মোম গলানোর জন্য মোমবাতি জ্বালানো ছিল। 

ওই শিশু আগুনের পাশ দিয়ে দৌড় দিলে বার্নিশ মোমের ওপরে পড়ে মুহূর্তে দুজনের শরীরে আগুন লেগে যায়। 

পরে আমরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এসেছি। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, কামরাঙ্গীরচর থেকে দগ্ধ অবস্থায় দুইজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। 

এদের মধ্যে মিম নামে ছয় বছরে একটি শিশু রয়েছে। তার শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। জহিরুল ইসলাম নামে আরও একজনের চিকিৎসা চলছে, তার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন