প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: নোয়াখালীর সেই বিএনপি নেতা ঢাকায় আটক
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালী জেলার বিএনপির নেতা আবদুর রহমান ঢাকায় আটক হয়েছে।
শনিবার রাত ৩টার দিকে রাজধানীর পল্টনে ইম্পেরিয়াল আবাসিক হোটেল থেকে তাকে আটক করে সেনবাগ থানা-পুলিশের একটি দল।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, আবদুর রহমান বর্তমানে সেনবাগ থানা-পুলিশের হেফাজতে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মামলার পর তাকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হবে।
আবদুর রহমান নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আটক আবদুর রহমান নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক পদেও দায়িত্বে আছেন।
সেনবাগ থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেনবাগের ছাতারপাইয়া বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভায় বিএনপি নেতা আবদুর রহমান প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদ জানায় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান ও সেনবাগ বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান একজন ক্যানসার রোগী। তাকে পুলিশ বিনা কারণে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের খুশি করতে আটক করেছে। অথচ তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা নেই।
প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: নোয়াখালীর সেই বিএনপি নেতা ঢাকায় আটক
যুগান্তর প্রতিবেদন
২৮ মে ২০২৩, ১৫:১১:১৭ | অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নোয়াখালী জেলার বিএনপির নেতা আবদুর রহমান ঢাকায় আটক হয়েছে।
শনিবার রাত ৩টার দিকে রাজধানীর পল্টনে ইম্পেরিয়াল আবাসিক হোটেল থেকে তাকে আটক করে সেনবাগ থানা-পুলিশের একটি দল।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, আবদুর রহমান বর্তমানে সেনবাগ থানা-পুলিশের হেফাজতে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। মামলার পর তাকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হবে।
আবদুর রহমান নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। আটক আবদুর রহমান নোয়াখালী জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক পদেও দায়িত্বে আছেন।
সেনবাগ থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেনবাগের ছাতারপাইয়া বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভায় বিএনপি নেতা আবদুর রহমান প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদ জানায় স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান ও সেনবাগ বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান একজন ক্যানসার রোগী। তাকে পুলিশ বিনা কারণে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের খুশি করতে আটক করেছে। অথচ তার বিরুদ্ধে কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা নেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023