আফছারুলের আসনে উপনির্বাচন ৩০ জুলাই, ভোট ইভিএমে

 যুগান্তর প্রতিবেদন 
০৮ জুন ২০২৩, ০৪:২৫ পিএম  |  অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন হবে আগামী ৩০ জুলাই। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভায় এ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন বাছাই হবে ৬ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত। পর দিন হবে প্রতীক বরাদ্দ। ৩০ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ হবে৷

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন ২ জুন মারা যান। সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম রয়েছে।

ইসি সচিব জানান, ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রে ভোট পর্যবেক্ষণে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন ব্যালট পেপারে হবে। আর ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনের ভোট হবে ইভিএমে। এ দুই আসনে আগ্রহী প্রার্থীদের জন্য প্রচলিত পদ্ধতির পাশাপাশি অনলাইনে মনোনয়ন জমার সুযোগ রাখা হচ্ছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন