বিমান কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি আবির সম্পাদক লোটাস

 যুগান্তর ডেস্ক 
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১১ পিএম  |  অনলাইন সংস্করণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রুদের সংগঠন বাংলাদেশ বিমান কেবিন ক্রু ইউনিয়নের নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে সম্মিলিত কেবিন ক্রু ঐক্যজোট। 

৫২২ ভোটের মধ্যে ৩১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফিরোজ মিয়া আবির এবং ৩২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীম আক্তার লোটাস।

৪ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর শ্রম অধিদপ্তরের প্রতিনিধি ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা অনুষ্ঠিত হয়। এরপর সোমবার বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

ইউনিয়নের ২৩টি পদের সবকটিতে নিরঙ্কুশ জয় পেয়েছে সম্মিলিত কেবিন ক্রু ঐক্যজোট। ইউনিয়নের ৫৩০ জন সদস্যের মধ্যে ৫২২ জন ভোট দেন। নতুন এ কমিটি আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও ১ নম্বর সহ-সভাপতি হাফসা আহমেদ, ২ নম্বর সহ-সভাপতি এস এম আনোয়ার হোসেন, তিন নম্বর সহ-সভাপতি পদে নূরে আলম সিদ্দিকী বিজয়ী হয়েছেন।

এছাড়া এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের রহমান, দুই নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক রিজওয়ান আতাহার, সাংগঠনিক সম্পাদক নূর নবী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুস সাকুর মুজাহিদ, দপ্তর সম্পাদক সজীব আলমগীর, নারীবিষয়ক সম্পাদক সারা রাশেদ সাগরিকা, যুগ্ম নারীবিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উচ্ছ্বাস বড়ুয়া, আইন ও গবেষণা সম্পাদক জি এম সরফরাজ ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক আপন কুমার সিংহ, সমাজ কল্যাণ সম্পাদক মাকামা মাকসুদা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চিফ পার্সার শবনম কাদের। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এফএস জিহাদ, এফএস জুনায়েদ, জেপি রোসলান, এফপি রিটন। 

এছাড়া নির্বাচন কমিশনের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ হাসান, ইফতেখার আলম, শাকিল হোসেন আকাশ, আজাজ আহমেদ, শমরিতা সুলতানা।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন