প্রশাসনে রদবদল

 যুগান্তর প্রতিবেদন 
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১২ এএম  |  অনলাইন সংস্করণ

প্রশাসনে এক যুগ্মসচিবকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে অপর এক যুগ্মসচিবকে ওএসডি করা হয়েছে। এছাড়া খুলনার দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, যুগ্মসচিব মো. শহীদুজ্জামানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বদলি করা হয়েছে। উল্লেখ্য, তিনি ওই বিভাগে সংযুক্ত ছিলেন। একই আদেশে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের গবেষণা পরিচালক মো. সেলিম আখতারকে ওএসডি করা হয়েছে।

পৃথক আদেশে খুলনার দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমানকে পরবর্তী পদায়নের জন্য ঢাকার বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন