Logo
Logo
×

জাতীয়

যারা নির্বাচনে যাচ্ছেন তারা আম ছালা দুটোই হারাবেন: সাবেক ইসি সাখাওয়াত 

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম

যারা নির্বাচনে যাচ্ছেন তারা আম ছালা দুটোই হারাবেন: সাবেক ইসি সাখাওয়াত 

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অনেকে দল ত্যাগ করে নির্বাচনে অংশ নিচ্ছেন অথবা সরকার অনেককে জোরপূর্বক নির্বাচনে অংশ গ্রহণ করাচ্ছে। এতে সরকারের যেমন উদ্দেশ্যে হাসিল হবে না; তেমনি যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা হয়তো আম ছালা দুটোই হারাবেন। 

সম্প্রতি যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে দেশের রাজনৈতিক ও নির্বাচনি হালচাল নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন এই সাবেক নির্বাচন কমিশনার।  

আরও পড়ুন: আ.লীগে যাওয়ার আগে জেলে ফখরুল-আব্বাসের সঙ্গে কী কথা হয়েছিল শাহজাহান ওমরের?

সাখাওয়াত হোসেন বলেন, গত দুই নির্বাচনে সাধারণ মানুষ যে কথাগুলো বলতো না, আজকে সেই কথাগুলো সাধারণ মানুষ বলছে। আমিতো ঘর থেকে বের হতে পারি না। যেখানে যাই সেখানেই মানুষ বলে, স্যার ভোট তো দিতে পারলাম না। এবার কি হবে? একটিই উত্তর দিই যে, আল্লাহ আল্লাহ করো। এছাড়া আমার কাছে আর কোনো উত্তর নেই।  

তিনি বলেন, বর্তমানে জনগণ সচেতন হয়েছে। আর কাউকে সচেতন করা লাগবে না। ভোটাররা যথেষ্ট সচেতন হয়েছে, আর সচেতন করতে হবে না।  সরকার হয়তো মনে করছে, গত দুটি নির্বাচন জনগণ মেনে নিয়েছিল এবারও হয়তো সেটি মেনে নেব।  কিন্তু বাস্তবতা ভিন্ন।  এবার ছাড় দেবে না জনগণ।   

দ্বাদশ সংসদ নির্বাচন সাবেক ইসি সাখাওয়াত 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম