ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি ১৪ আগস্ট ২০১৮, ২৩:৫১ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জনপ্রিয় আওয়ামী লীগ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অ্যাড. আঃ মান্নান আকন্দ আর নেই।
ঢাকা থেকে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে গাজিপুর চৌরাস্তায় একটি ক্লিনিকে নিলে ডাক্তার মৃত ঘোষনা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন এ প্রবীণ রাজনীতিবিদ।
অ্যাড. আঃ মান্নান ছাত্রজীবনে বর্তমান আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় কর্মী ছিলেন।
তার মৃত্যুতে ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হালুয়াঘাট আসনের সাংসদ জুয়েল আরেং তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯