Logo
Logo
×

জাতীয়

নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনায় সরকারের সর্বাত্মক প্রচেষ্টা: ধর্ম উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ০১:১৫ এএম

নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনায় সরকারের সর্বাত্মক প্রচেষ্টা: ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৫ সালের হজ কার্যক্রম সুষ্ঠুভাব সম্পন্ন করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমে এজেন্সিগুলোর সৃষ্ট সকল সমস্যা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। যাতে আগামী হজ ব্যবস্থাপনার কার্যক্রমে কোনো সঙ্কট তৈরি না হয়। নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনায় সরকারের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।

তিনি বলেন, সৌদি সরকার ১৫ বছরের নীচের শিশুদের নিরাপত্তার স্বার্থে হজে গমন নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে এ ক্ষেত্রে রিপ্লেসমেন্ট করার সুযোগ দেয়া হবে।

বুধবার রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে হজ এজেন্সি এসোসিয়েশন বাংলাদেশ (হাব) আয়োজিত ‘হজ-২০২৫’ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এবং মহাসচিব ফরিদ আহমদ মজুমদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, জামায়াত ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মো. তাহের, এফবিসিসিআই-এর সাবেক সভাপতি ফজলুল হক।

এতে আরো উপস্থিত ছিলেন, হাবের সাবেক সভাপতি মো. ইব্রাহিম বাহার, সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ, আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া, সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট, বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী, আটাবের সাবেক মহাসচিব আসলাম খান, টোয়াব সভাপতি রাফিউজ্জামান।

হাবের পক্ষ থেকে মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বলেন, হজ পালনে দেশের ৯০ ভাগ হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে যায়। অথচ এই বেরসকারি ব্যবস্থাপনায় হজ পরিচালনা করতে গিয়ে এজেন্সিগুলোর নানা সমস্যায় পড়তে হয়। এ সমস্যাগুলো নিরসনে সরকারকে উদ্যোগ নিতে হবে। কিন্তু  সৌদি সরকার ওমরাহ ভিসা বন্ধ করে দেয়ায় হাজার হাজার ওমরাহ টিকিট কিনে এজেন্সিগুলো বিপদে পড়েছে। ওমরাহ ভিসা বন্ধ হওয়ায় হজ এজেন্সির মালিকরা হজযাত্রীদের বাড়ি ভাড়া করতে যেতে পারছেন না। বাড়ি ভাড়ার সময় বৃদ্ধি করতে হবে এবং হজ এজেন্সির মালিক প্রতিনিধিদের দ্রুত ভিসার ব্যবস্থা করতে হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম