Logo
Logo
×

জাতীয়

অবৈধ সম্পদ অর্জন

শেখ হেলালসহ সাবেক তিন এমপির বিরুদ্ধে মামলা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১০:৪১ পিএম

শেখ হেলালসহ সাবেক তিন এমপির বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাদের বিরুদ্ধে ১৩ কোটি ২৮ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ও তার ছেলে সুপ্রিম ভট্টাচার্য এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এসব তথ্য জানান।

বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলালের বিরুদ্ধে মামলায় বলা হয়েছে, তার নামে জ্ঞাত আয়ের উত্সের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার সম্পদ পাওয়া গেছে। এছাড়া তিনি ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭টি ব্যাংক হিসাবে ৫৩ কোটি ৫৪ লাখ টাকার বেশি অর্থের সন্দেহজনক লেনদেন করেছেন।

অন্যদিকে শেখ রুপা চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৫৮ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে আরেক মামলায় অভিযোগ করা হয়।  

এদিকে গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজের স্বামী মাসুদুরের নামে ২ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে দুদক। মামলায় স্বামী ও স্ত্রী দুজনকেই আসামি করা হয়েছে। অপরদিকে সুপ্রিম ভট্টাচার্যের বিরুদ্ধে ৬৩ লাখ টাকার বেশি মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলাদা আরেকটি মামলা করে দুদক। মামলায় বাবা-ছেলে দুজনকেই আসামি করা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম