Logo
Logo
×

জাতীয়

একে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার আর নেই

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১১:৩০ এএম

একে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার আর নেই

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, সাবেক মন্ত্রী এ কে খন্দকারের (বীর উত্তম) স্ত্রী ফরিদা খন্দকার মারা গেছেন। রোববার দুপুর সোয়া ১২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তিনি দুই ছেলে, এক মেয়ে, তিনজন নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফরিদা খন্দকারের মৃত্যুতে বিমান বাহিনীর প্রধান গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আগামীকাল বুধবার বাদ আসর বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশারে অবস্থিত শাহীন মসজিদে ফরিদা খন্দকারের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তেজগাঁও বিএএফ শাহীন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম