Logo
Logo
×

জাতীয়

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: আসিফ মাহমুদ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়: আসিফ মাহমুদ

মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: যুগান্তর

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি জানি, তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। যেহেতু এ ‍বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। 

সোমবার কুমিল্লার মুরাদনগরে নিজ এলাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, মানুষের চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষার কথা শুনতে এলাকায় এসেছি। অনেক ব্যস্ততার কারণে নিজ এলাকায় আসার সুযোগ হয়ে উঠে না, তাই ঈদে ছুটির ফাঁকে মানুষের প্রত্যাশার কথা শুনতে এলাকায় ঘুরছি। মানুষের অনেক আবেগ আছে, চাওয়া পাওয়ার বিষয়ে আছে, সে সব কিছু শোনার জন্যই মানুষের দ্বারে দ্বারে ঘুরছি।

উপদেষ্টা বলেন, বিগত সময়ে কুমিল্লার নাম শুনলেই আওয়ামী লীগের একটা বিতৃষ্ণা দেখা যেত। তাই আমরা দেখছি অনেকগুলো পরিকল্পনা থেকে কুমিল্লাকে বাদ দেওয়া হয়েছে। এই জনপদে প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন করেনি আওয়ামী লীগ। অবহেলা করে আমাদের কুমিল্লাবাসীকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। 

তিনি বলেন, শুধু কুমিল্লা নয়, একইভাবে উত্তরবঙ্গ, বগুড়া, ফেনীও বঞ্চিত ছিল। এখন আমরা সেগুলোকে গুরুত্ব দিচ্ছি। এরই অংশ হিসেবে মুরাদনগরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করা হচ্ছে। 

এ সময় আসিফ মাহমুদ বলেন, ১৬ বছর এই জনপদ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এখন মুরাদনগরের ব্যাপক উন্নয়ন করা হবে। রাস্তাঘাট ব্রিজ কালভার্টের কাজ করা হবে। মানুষের প্রত্যাশা পূরণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপদেষ্টাকে কাছে পেয়ে হাজার হাজার মানুষ তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম