Logo
Logo
×

জাতীয়

কোনো সম্প্রদায়কে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: আসিফ মাহমুদ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৯:০৩ পিএম

কোনো সম্প্রদায়কে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: আসিফ মাহমুদ

বক্তব্য রাখছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া । ছবি: যুগান্তর

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কোনো সম্প্রদায়কে পেছনে রেখে উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে সহজে একটি দেশের উন্নয়ন করা যায়। ৫ আগস্টের পর সব ধর্মের মানুষকে নিয়ে আমরা সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করছি। 

সোমবার কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, আমরা হিন্দু-মুসলমান ভাইয়ের মতো একসঙ্গে যুগের পর যুগ চলে আসছি। সেই ধারাবাহিকতা মুরাদনগরে অব্যাহত থাকবে। সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো সমস্যা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে। 

তিনি বলেন, আপনাদের ধর্মীয় চর্চা, আপনাদের মন্দির শ্মশানের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আপনাদের কোথায় কী সমস্যা আছে, আমাদেরকে জানান। আমরা আপনাদের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবো। 

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাতন নেতা চন্দন বনিক, বিজন চন্দ্র প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম