Logo
Logo
×

জাতীয়

‘রাজনীতির সর্বশেষ অগ্রগতি দেখে মনে হচ্ছে ঘাম দিয়ে জ্বর ছাড়ছে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:০৩ পিএম

‘রাজনীতির সর্বশেষ অগ্রগতি দেখে মনে হচ্ছে ঘাম দিয়ে জ্বর ছাড়ছে’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান।ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব সাংবাদিক মারুফ কামাল খান বলেছেন, জাতীয় রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ অগ্রগতি দেখে আমার মনে হচ্ছে, ঘাম দিয়ে জ্বর ছাড়ছে। 

তিনি বলেন, আমি আশাবাদী হচ্ছি। আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি, দূর হোক রাজনীতির ভ্রান্তিবিলাস। পরাজিত হোক চক্রান্তের কূটাভাস। 

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ওই পোস্টে মারুফ কামাল খান আরও বলেন, টোকাইতন্ত্রের ফাঁপরবাজি এড়িয়ে পরিণত নেতৃত্ব এগিয়ে যাক সঠিক পথ ধরে মঞ্জিলে মাকসুদের দিকে। দ্বন্দ্ব-সংঘাত অনিবার্য বিপর্যয় ডেকে আনবে। সমঝোতাই সাফল্যের সিঁড়ি। 

তিনি বলেন, আবেগে নয়, বাস্তবতার আলোকে পথ ও শত্রু-মিত্র চিনে নিয়ে করণীয় নির্ধারণ করুন তারেক রহমান। আর, এখনো নির্ভুল পথের দিশারী হয়ে থাকায় খালেদা জিয়ার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা।

প্রসঙ্গত, নির্বাচনি টাইমফ্রেম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রধান রাজনৈতিক দল বিএনপির টানাপোড়েন চলছে। প্রধান উপদেষ্টা এপ্রিলের শুরুতে ভোটের রোডম্যাপ ঘোষণা করেছেন। এ নিয়ে বিএনপি নেতারা কড়া প্রতিক্রিয়া দেখান। বাহাসের মধ্যে স্বস্তির খবর হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বসছেন প্রধান উপদেষ্টার সঙ্গে। লন্ডনে অনুষ্ঠেয় এই বৈঠকের দিকে তাকিয়ে দেশবাসী। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, দেশের রাজনীতিতে স্বস্তির সুবাতাস বইয়ের যাওয়ার ইঙ্গিত এই বৈঠক।  

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম