Logo
Logo
×

জাতীয়

বন্যা: প্রধান নদ-নদীর পানি বাড়বে কিনা, যা জানাল পাউবো

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৪:৪৭ পিএম

বন্যা: প্রধান নদ-নদীর পানি বাড়বে কিনা, যা জানাল পাউবো

ফাইল ছবি

জুন মাস চলছে, এখন মৌসুমি বায়ুর প্রভাব থাকে বেশি। তাই বৃষ্টিপাতও হয় বেশি। আবার ভারতের উত্তর-পূর্ দিকে বৃষ্টি হলে দেশের নদ-নদীতে পানি আসে, ফলে বন্যা হয়।

দেশে প্রধান প্রধান নদ-নদীর পানি সমতলে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে, যা আগামী পাঁচ ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

গঙ্গা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে; যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং পরবর্তী চার দিন স্থিতিশীল থাকতে পারে। একইভাবে পদ্মা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে, যা আগামী ৫ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) ঢাকার নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাস ও সতর্কবার্তায় মঙ্গলবার (১০ জুন) সকালে এ তথ্য জানানো হয়।

সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে; যা আগামী ৩ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থার তথ্যানুযায়ী, এ অববাহিকায় আগামী ৫ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন পর্যন্ত ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতলে হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অববাহিকায় আগামী ৩ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী ৩ দিন তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে, অপরদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

রাজশাহী ও রংপুর বিভাগের করতোয়া-আপার আত্রাই, যমুনেশ্বরী-করতোয়া, টাঙ্গন, পুনর্ভবা, ঘাঘট নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে; এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অববাহিকায় আগামী ৩ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগের ঢাকা জেলা ও এর চারপাশের প্রধান নদী বুড়িগঙ্গা, তুরাগ, টঙ্গী খাল ও বালু নদীর পানি সমতলে স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৫ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অববাহিকায় আগামী ৫ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অববাহিকায় আগামী ৩ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী ৩ দিন পর্যন্ত হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

সিলেট বিভাগের যাদুকাটা, স্যারিগোয়াইন, মনু, ধলাই ও খোয়াই নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অববাহিকায় আগামী ৩ দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি সমতলে হ্রাস পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম