Logo
Logo
×

জাতীয়

নদী থেকে বালু উত্তোলনে আশপাশে ভাঙন দেখা দেয়: সেতু উপদেষ্টা

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৬:৫৩ পিএম

নদী থেকে বালু উত্তোলনে আশপাশে ভাঙন দেখা দেয়: সেতু উপদেষ্টা

সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির বলেছেন, আমরা অতি দ্রুত নদী ভাঙনের স্থায়ী সমাধানের জন্য কার্যক্রম শুরু করব। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এর আশপাশে ভাঙন দেখা দেয়। এটা আমরা বন্ধ করবই। কোনো মানুষের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ার মতো দুঃখজনক কিছু হতে পারে না।

বুধবার দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবায় পদ্মা সেতুর ডান তীর রক্ষা বাঁধের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখানে কী কী করতে হবে সামগ্রিকভাবে পানি উন্নয়ন বোর্ডের লোকজন বিষয়টি দেখবেন।

এ সময় তার সঙ্গে থাকা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গুরুত্বের সঙ্গেই আমরা দেখতে এসেছি। আমরা বলেছি, ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান দরকার। যাতে বারবার যেন না ভাঙে। তবে এখন ভাঙছে না। আমরা যতটুকু পারি দ্রুত সমাধানের চেষ্টা করব। নদী শাসন করা বড় কঠিন কাজ।

এ সময় তাদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম