Logo
Logo
×

জাতীয়

দেশে ফিরছেন আরও পৌনে ৪ হাজার হাজি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৭:৪৭ পিএম

দেশে ফিরছেন আরও পৌনে ৪ হাজার হাজি

ছবি: সংগৃহীত

আরও ৩ হাজার ৭৭৮ জন হজের পর ফিরতি ফ্লাইটে বুধবার দেশে ফিরছেন। মোট ১০টি ফ্লাইটে তারা দেশে ফিরবেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, বুধবারের চারটি ফ্লাইট ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে ফ্লাইনাস এয়ারলাইন্সের দুটি, সৌদিয়া এয়ারলাইন্সের একটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে।

হজের ফিরতি ফ্লাইটের প্রথম দিন মঙ্গলবার মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪ হাজার ৯০৪ জন। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

এ বছর বাংলাদেশ থেকে ২২৪টি ফ্লাইটে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরবে যান। ২৯ এপ্রিল থেকে শুরু হয়ে ১ জুন পর্যন্ত প্রাক ফ্লাইট চলে। ২২২টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন।

হজে গিয়ে এ বছর এখন পর্যন্ত ২২ জন হজযাত্রী মারা গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

এর মধ্যে ২০ জন পুরুষ, দুজন নারী রয়েছেন। মক্কায় ১৪ জন, মদিনায় ৭ জন, আরাফায় ১ জন মারা গেছেন। অন্যদিকে অসুস্থতা নিয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন ২১ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম