ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮
সদ্যবিদায়ী বছরের ডিসেম্বরে দেশে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৯৭ জন। নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৯টি শিশু রয়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে।
রোড সেফটি ফাউন্ডেশন শনিবার এ তথ্য জানায়। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয় ঢাকা বিভাগে। এ বিভাগে ১০২টি দুর্ঘটনায় ১১৩ জন নিহত হয়েছেন। আর রাজধানী শহরে ১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। এ বিভাগে ১৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। সারা দেশের মোট দুর্ঘটনার মধ্যে ১৬৭টি মোটরসাইকেলে হয়েছে। এতে ১৭৮ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪৩ শতাংশ। এসব দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা এবং তরুণ ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোসহ বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনা রোধে সড়ক পরিবহণ আইন পুরোপুরি বাস্তবায়নসহ ১০ সুপারিশ করেছে সংগঠনটি।
এতে আরও বলা হয়, ডিসেম্বরে ৩টি নৌ-যান ডুবির দুর্ঘটনায় তিনজন নিহত এবং আটজন নিখোঁজ রয়েছে। এছাড়া সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন নিহত হন। ৩৪ জন আহত হয়ে চিকিৎসাধীন এবং অজ্ঞাত সংখ্যক যাত্রী নিখোঁজ রয়েছেন। ১৩টি রেলপথ দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮
সদ্যবিদায়ী বছরের ডিসেম্বরে দেশে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৯৭ জন। নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৯টি শিশু রয়েছে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে।
রোড সেফটি ফাউন্ডেশন শনিবার এ তথ্য জানায়। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয় ঢাকা বিভাগে। এ বিভাগে ১০২টি দুর্ঘটনায় ১১৩ জন নিহত হয়েছেন। আর রাজধানী শহরে ১৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। এ বিভাগে ১৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। সারা দেশের মোট দুর্ঘটনার মধ্যে ১৬৭টি মোটরসাইকেলে হয়েছে। এতে ১৭৮ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৪৩ শতাংশ। এসব দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা এবং তরুণ ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোসহ বেশ কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনা রোধে সড়ক পরিবহণ আইন পুরোপুরি বাস্তবায়নসহ ১০ সুপারিশ করেছে সংগঠনটি।
এতে আরও বলা হয়, ডিসেম্বরে ৩টি নৌ-যান ডুবির দুর্ঘটনায় তিনজন নিহত এবং আটজন নিখোঁজ রয়েছে। এছাড়া সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৯ জন নিহত হন। ৩৪ জন আহত হয়ে চিকিৎসাধীন এবং অজ্ঞাত সংখ্যক যাত্রী নিখোঁজ রয়েছেন। ১৩টি রেলপথ দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।