দুই পথচারীকে চাপা দিয়ে মেরে ফেলা বাসচালক আটক
যুগান্তর প্রতিবেদন
০৮ জানুয়ারি ২০২২, ২৩:০৪:১০ | অনলাইন সংস্করণ
রাজধানীর গুলিস্তান এলাকায় মেঘলা পরিবহণের বাসচাপায় দুই পথচারী নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালককে আটক করেছে র্যাব।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে এই দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পরে তাকে আটক করে র্যাব। তবে চালকের নাম-পরিচয় জানানো হয়নি।
শনিবার রাতে বাসচালককে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল (রোববার) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘলা পরিবহণের একটি বাসের চাপায় দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যান। তবে বাসটি আটক করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুই পথচারীকে চাপা দিয়ে মেরে ফেলা বাসচালক আটক
রাজধানীর গুলিস্তান এলাকায় মেঘলা পরিবহণের বাসচাপায় দুই পথচারী নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসটির চালককে আটক করেছে র্যাব।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে এই দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পরে তাকে আটক করে র্যাব। তবে চালকের নাম-পরিচয় জানানো হয়নি।
শনিবার রাতে বাসচালককে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, এ বিষয়ে আগামীকাল (রোববার) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘলা পরিবহণের একটি বাসের চাপায় দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে যান। তবে বাসটি আটক করা হয়।