প্রশ্নফাঁস করে গ্রেফতার কেন্দ্র সচিব-শিক্ষক, যা বললেন শিক্ষা সচিব
পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়া নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক বলেছেন, ‘কেন্দ্র সচিবরাই এটা করেন। কাউকে না কাউকে দিয়ে তো কাজটা (প্রশ্ন বিতরণ) করাতে হবে। সে যদি কাজটা এরকম করে ফেলে, ভবিষ্যতে আমরা কী করতে পারি?’
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা সচিব এসব কথা বলেন।
মঙ্গলবার ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা কিছু প্রশ্নপত্র উদ্ধার করেন। তারপর রাতেই প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজির শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক জুবায়ের হোসাইনকে গ্রেফতার করা হয়।
পরে আজ (বুধবার) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম চলমান এসএসসির গণিত, পদার্থ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান ও রসায়ন বিষয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানান।
এ অবস্থায় আজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক কর্মশালা শেষে ভূরঙ্গামারীর ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন শিক্ষা সচিব আবু বকর। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভূরঙ্গামারীতে লকার থেকে কেন্দ্র সচিব কিছু প্রশ্ন নিয়ে নেন।বিভিন্ন বিষয়ের প্রশ্ন বিভিন্ন খামে থাকে, ফয়েল খামে। কোন সেন্টারে কতটা লাগবে, সেটা করে বড় খামে ঢোকানো হয়। কেন্দ্র সচিবরাই এটা করেন।’
ভূরঙ্গামারীতে প্রশ্নফাঁসের অভিযোগ আসার পর শুরুতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলেও স্বীকার করেন শিক্ষা সচিব। তিনি বলেন, ‘আগেরদিন আমার কাছে পুলিশের পক্ষ থেকে একটা রিপোর্ট এসেছে। তখন একটা সন্দেহ প্রকাশ করা হয়, এটা সত্য নাও হতে পারে। সেখানে সাংবাদিকদের দুই পক্ষের দলাদলি আছে। একজন আরেকজনকে নাজেহাল করতে এমনটা রটাচ্ছে, এমন খবর আসছিল। সেজন্য আমরা গুরুত্ব দিইনি।পরে জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টির পুরোপুরি জানতে পারি।’
প্রায় চার হাজার কেন্দ্রের একটি কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে মন্তব্য করে সচিব বলেন, ‘আর একটা কেন্দ্রে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য বেটার কী করা যায়, সে ধরনের চিন্তা ভাবনা করতে হবে।’
এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সচিব।
প্রশ্নফাঁস করে গ্রেফতার কেন্দ্র সচিব-শিক্ষক, যা বললেন শিক্ষা সচিব
যুগান্তর প্রতিবেদন
২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৫:৪৫ | অনলাইন সংস্করণ
পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস হওয়া নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক বলেছেন, ‘কেন্দ্র সচিবরাই এটা করেন। কাউকে না কাউকে দিয়ে তো কাজটা (প্রশ্ন বিতরণ) করাতে হবে। সে যদি কাজটা এরকম করে ফেলে, ভবিষ্যতে আমরা কী করতে পারি?’
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেশিক্ষা সচিব এসব কথা বলেন।
মঙ্গলবার ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা কিছু প্রশ্নপত্র উদ্ধার করেন। তারপর রাতেই প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব লুৎফর রহমান, ইংরেজির শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক জুবায়ের হোসাইনকে গ্রেফতার করা হয়।
পরে আজ (বুধবার) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম চলমান এসএসসির গণিত, পদার্থ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান ও রসায়ন বিষয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানান।
এ অবস্থায় আজঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক কর্মশালা শেষে ভূরঙ্গামারীর ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন শিক্ষা সচিব আবু বকর। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভূরঙ্গামারীতে লকার থেকে কেন্দ্র সচিব কিছু প্রশ্ন নিয়ে নেন।বিভিন্ন বিষয়ের প্রশ্ন বিভিন্ন খামে থাকে, ফয়েল খামে। কোন সেন্টারে কতটা লাগবে, সেটা করে বড় খামে ঢোকানো হয়। কেন্দ্র সচিবরাই এটা করেন।’
ভূরঙ্গামারীতে প্রশ্নফাঁসের অভিযোগ আসার পর শুরুতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলেও স্বীকার করেন শিক্ষা সচিব। তিনি বলেন, ‘আগেরদিন আমার কাছে পুলিশের পক্ষ থেকে একটা রিপোর্ট এসেছে। তখন একটা সন্দেহ প্রকাশ করা হয়, এটা সত্য নাও হতে পারে। সেখানে সাংবাদিকদের দুই পক্ষের দলাদলি আছে। একজন আরেকজনকে নাজেহাল করতে এমনটা রটাচ্ছে, এমন খবর আসছিল। সেজন্য আমরা গুরুত্ব দিইনি।পরে জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টির পুরোপুরি জানতে পারি।’
প্রায় চার হাজার কেন্দ্রের একটি কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে মন্তব্য করে সচিব বলেন, ‘আর একটা কেন্দ্রে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য বেটার কী করা যায়, সে ধরনের চিন্তা ভাবনা করতে হবে।’
এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সচিব।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023