শাহজালালে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এয়ারলাইন্সের চালক আটক
যুগান্তর প্রতিবেদন
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৩:১৪ | অনলাইন সংস্করণ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের র্যাম বাস (সংস্থাটির যাত্রীদের পরিবহণ) থেকে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণের বারসহ চালককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটক বাসচালকের নাম মো. হারুনুর রশিদ। তিনি তুরাগের বাউলিয়া এলাকার বাসিন্দা। ইউএস-বাংলার ফ্লাইটে আসা যাত্রীদের পরিবহণে র্যাম বাস চালিয়ে আসছিলেন হারুন।
বিমানবন্দর কাস্টমস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের র্যাম (ঢাকা মেট্রো স ১২-০১১৩) বাসে অভিযান চালায় কাস্টমস কর্তৃপক্ষ। বাসটিতে তল্লাশি চালানোর পর চালককে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপন স্থান থেকে কালো ট্যাপে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেট থেকে ১১৬ গ্রাম ওজনের ১২০টি বার পাওয়া যায়। যার মোট ওজন ১৩ কেজি ৯৯০ গ্রাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। বাসচালক হারুনুর রশিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্বর্ণগুলো বিমানবন্দরের শুল্ক গুদামে জমা করা হয়েছে এবং বাসটি সিভিল এভিয়েশন অথরিটির জিম্মায় রাখা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শাহজালালে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এয়ারলাইন্সের চালক আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের র্যাম বাস (সংস্থাটির যাত্রীদের পরিবহণ) থেকে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণের বারসহ চালককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটক বাসচালকের নাম মো. হারুনুর রশিদ। তিনি তুরাগের বাউলিয়া এলাকার বাসিন্দা। ইউএস-বাংলার ফ্লাইটে আসা যাত্রীদের পরিবহণে র্যাম বাস চালিয়ে আসছিলেন হারুন।
বিমানবন্দর কাস্টমস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের র্যাম (ঢাকা মেট্রো স ১২-০১১৩) বাসে অভিযান চালায় কাস্টমস কর্তৃপক্ষ। বাসটিতে তল্লাশি চালানোর পর চালককে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপন স্থান থেকে কালো ট্যাপে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেট থেকে ১১৬ গ্রাম ওজনের ১২০টি বার পাওয়া যায়। যার মোট ওজন ১৩ কেজি ৯৯০ গ্রাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১৩ কোটি টাকা। বাসচালক হারুনুর রশিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্বর্ণগুলো বিমানবন্দরের শুল্ক গুদামে জমা করা হয়েছে এবং বাসটি সিভিল এভিয়েশন অথরিটির জিম্মায় রাখা হয়েছে।