৩৫ লাখ ভ্যাকসিন ঢাকায় আসছে কাল
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, ভারত থেকে আগামীকাল (বৃহস্পতিবার) ৩৫ লাখ করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসছে। এর মধ্যে ২০ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে আসছে।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং–বিষয়ক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারীতে প্রতিবেশী দেশের প্রতি চিকিৎসা সহায়তা হিসেবে এই ২০ লাখ ডোজ উপহার দিচ্ছে ভারত। এছাড়া চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে।
তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) সব মিলিয়ে ৩৫ লাখ ভ্যাকসিন আসবে। টিকা আসার পরপরই ঠিকাদান কর্মসূচি শুরু হবে।
এ সময় চীন, রাশিয়াসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশকে টিকা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৩৫ লাখ ভ্যাকসিন ঢাকায় আসছে কাল
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, ভারত থেকে আগামীকাল (বৃহস্পতিবার) ৩৫ লাখ করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসছে। এর মধ্যে ২০ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে আসছে।
বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিং–বিষয়ক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারীতে প্রতিবেশী দেশের প্রতি চিকিৎসা সহায়তা হিসেবে এই ২০ লাখ ডোজ উপহার দিচ্ছে ভারত। এছাড়া চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে।
তিনি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) সব মিলিয়ে ৩৫ লাখ ভ্যাকসিন আসবে। টিকা আসার পরপরই ঠিকাদান কর্মসূচি শুরু হবে।
এ সময় চীন, রাশিয়াসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশকে টিকা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।