ভারত থেকে ভ্যাকসিন কিনতে ১ হাজার ২৭৪ কোটি টাকা অনুমোদন
যুগান্তর প্রতিবেদন
২১ জানুয়ারি ২০২১, ১৯:১৩:৩০ | অনলাইন সংস্করণ
করোনা প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে ১ হাজার ২৭৩ কোটি ৫৫ লাখ টাকার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
সভায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। প্রতি ডোজ টিকা কত দামে কেনা হচ্ছে জানতে চাইলে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
এদিকে ভ্যাকসিন আমদানিসহ আনুষঙ্গিক খরচের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুকূলে ইতোমধ্যে দুই দফায় প্রায় ১ হাজার ৪৫৫ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থমন্ত্রী বলেন, সরকার করোনা মোকাবিলায় ভ্যাকসিন প্রয়োগকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন সরকারিভাবে আমদানির উদ্যোগ চূড়ান্ত হয়েছে। পাশাপাশি গ্যাভি-কোভ্যাক্সের আওতায় আরও সাড়ে তিন কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
এ সময় ১৮ বছর বয়সের ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারত থেকে ভ্যাকসিন কিনতে ১ হাজার ২৭৪ কোটি টাকা অনুমোদন
করোনা প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে ১ হাজার ২৭৩ কোটি ৫৫ লাখ টাকার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
সভায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনার অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী। প্রতি ডোজ টিকা কত দামে কেনা হচ্ছে জানতে চাইলে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
এদিকে ভ্যাকসিন আমদানিসহ আনুষঙ্গিক খরচের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুকূলে ইতোমধ্যে দুই দফায় প্রায় ১ হাজার ৪৫৫ কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থমন্ত্রী বলেন, সরকার করোনা মোকাবিলায় ভ্যাকসিন প্রয়োগকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন সরকারিভাবে আমদানির উদ্যোগ চূড়ান্ত হয়েছে। পাশাপাশি গ্যাভি-কোভ্যাক্সের আওতায় আরও সাড়ে তিন কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
এ সময় ১৮ বছর বয়সের ঊর্ধ্বে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।