ডা. সাবরিনাকে ডিভিশন দেয়ার নির্দেশ
পরীক্ষা না করে করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে দায়ের হওয়া প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী এই নির্দেশ দেন।
এর আগে কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন সাবরিনার আইনজীবী। আদালত কারাবিধি অনুযায়ী সাবরিনাকে ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাবরিনার আইনজীবী ফারুক আহম্মেদ।
এদিকে সোমবার এ মামলায় আদালতে মো. ইয়াসিন নামে বাসার এক কেয়ারটেকার সাক্ষ্য দেন। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ অক্টোবর দিন নির্ধারণ করেন। এ মামলায় মোট ৪২ সাক্ষীর মধ্যে শেষ হয়েছে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ডা. সাবরিনাকে ডিভিশন দেয়ার নির্দেশ
পরীক্ষা না করে করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে দায়ের হওয়া প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী এই নির্দেশ দেন।
এর আগে কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন সাবরিনার আইনজীবী। আদালত কারাবিধি অনুযায়ী সাবরিনাকে ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাবরিনার আইনজীবী ফারুক আহম্মেদ।
এদিকে সোমবার এ মামলায় আদালতে মো. ইয়াসিন নামে বাসার এক কেয়ারটেকার সাক্ষ্য দেন। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ অক্টোবর দিন নির্ধারণ করেন। এ মামলায় মোট ৪২ সাক্ষীর মধ্যে শেষ হয়েছে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ।