ফেসবুকের মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি পেছাল
যুগান্তর রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ২০:৫১:২৯ | অনলাইন সংস্করণ
বাংলাদেশে ‘ফেসবুক ডটকম ডট বিডি’র মালিকানা নির্ধারণে ফেসবুক কর্তৃপক্ষের করা মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার জেলা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরীর আদালতে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে ফেসবুক কর্তৃপক্ষের মূল আইনজীবী অসুস্থ থাকায় সময় আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে শুনানির জন্য পরবর্তী ওই দিন ধার্য করেন।
ঢাকার জেলা জজ আদালতে গত ২২ নভেম্বর এ মামলাটি করা হয়। মামলায় ডোমেইনটির ক্রেতা ‘এ ওয়ান সফটওয়্যার’ এবং এসকে শামসুল ইসলামকে বিবাদী করা হয়েছে। ডোমেইনটি যাতে হস্তান্তর করতে না পারে, সে বিষয়ে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
ফেসবুকের মূল ডোমেইন হল ‘ফেসবুক ডটকম‘। তবে এর সঙ্গে প্রত্যেক দেশের নিজস্ব নামের এক্সটেনশন যোগ করেও ফেসবুক ব্যবহার করা যায়। বাংলাদেশে ‘ফেসবুক ডটকম ডট বিডি’ দিয়ে ফেসবুকে ঢোকা যায়। তবে ফেসবুক কর্তৃপক্ষ ২০১০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশে শুধু ফেসবুক ডটকম নামেই ফেসবুকের মূল ডোমেইনটি টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (বিটিসিএল) কাছ থেকে পেটেন্টসহ কিনে নেয়। পরবর্তীতে কোডসহ ‘ফেসবুক ডটকম ডট বিডি‘ নামে ডোমেইন নিতে গিয়ে ফেসবুক কর্তৃপক্ষ বিপাকে পড়ে। কারণ, এই নামটি ২০০৮ সালেই ‘এ ওয়ান সফটওয়্যার’ ও এসকে শামসুল ইসলাম নামে নিবন্ধন করা হয়। ফলে বাংলাদেশে কান্ট্রিকোডসহ নামটি নিবন্ধনের চেষ্টা করে ব্যর্থ হয় ফেসবুক কর্তৃপক্ষ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফেসবুকের মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি পেছাল
বাংলাদেশে ‘ফেসবুক ডটকম ডট বিডি’র মালিকানা নির্ধারণে ফেসবুক কর্তৃপক্ষের করা মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার জেলা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরীর আদালতে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে ফেসবুক কর্তৃপক্ষের মূল আইনজীবী অসুস্থ থাকায় সময় আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে শুনানির জন্য পরবর্তী ওই দিন ধার্য করেন।
ঢাকার জেলা জজ আদালতে গত ২২ নভেম্বর এ মামলাটি করা হয়। মামলায় ডোমেইনটির ক্রেতা ‘এ ওয়ান সফটওয়্যার’ এবং এসকে শামসুল ইসলামকে বিবাদী করা হয়েছে। ডোমেইনটি যাতে হস্তান্তর করতে না পারে, সে বিষয়ে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
ফেসবুকের মূল ডোমেইন হল ‘ফেসবুক ডটকম‘। তবে এর সঙ্গে প্রত্যেক দেশের নিজস্ব নামের এক্সটেনশন যোগ করেও ফেসবুক ব্যবহার করা যায়। বাংলাদেশে ‘ফেসবুক ডটকম ডট বিডি’ দিয়ে ফেসবুকে ঢোকা যায়। তবে ফেসবুক কর্তৃপক্ষ ২০১০ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশে শুধু ফেসবুক ডটকম নামেই ফেসবুকের মূল ডোমেইনটি টেলিযোগাযোগ কর্তৃপক্ষের (বিটিসিএল) কাছ থেকে পেটেন্টসহ কিনে নেয়। পরবর্তীতে কোডসহ ‘ফেসবুক ডটকম ডট বিডি‘ নামে ডোমেইন নিতে গিয়ে ফেসবুক কর্তৃপক্ষ বিপাকে পড়ে। কারণ, এই নামটি ২০০৮ সালেই ‘এ ওয়ান সফটওয়্যার’ ও এসকে শামসুল ইসলাম নামে নিবন্ধন করা হয়। ফলে বাংলাদেশে কান্ট্রিকোডসহ নামটি নিবন্ধনের চেষ্টা করে ব্যর্থ হয় ফেসবুক কর্তৃপক্ষ।