এবার এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
যুগান্তর প্রতিবেদন
২১ জানুয়ারি ২০২১, ১৮:৫৬:৩৪ | অনলাইন সংস্করণ
গত বছরের ১১ অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের পর এবার এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তার নাম দেবাশীষ ভট্টাচার্য্য।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন দেবাশীষ ভট্টাচার্য্য। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছে।
এর আগে গত ১১ অক্টোবর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। রাষ্ট্রপতি এরই মধ্যে তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদ দুটি শূন্য ঘোষণার পর সরকার নতুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। তবে এখনো নিয়োগ দেওয়া যায়নি এই পদ দুটিতে। দু’জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করায় ওই কার্যালয়ে এখন শুধু একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমএম মুনীর রয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্য্যসহ ৭০ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এবার এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
গত বছরের ১১ অক্টোবর দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের পর এবার এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তার নাম দেবাশীষ ভট্টাচার্য্য।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন দেবাশীষ ভট্টাচার্য্য। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছে।
এর আগে গত ১১ অক্টোবর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। রাষ্ট্রপতি এরই মধ্যে তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদ দুটি শূন্য ঘোষণার পর সরকার নতুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। তবে এখনো নিয়োগ দেওয়া যায়নি এই পদ দুটিতে। দু’জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করায় ওই কার্যালয়ে এখন শুধু একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমএম মুনীর রয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্য্যসহ ৭০ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়।