ঈদগাঁও উপজেলা ভবন নির্মাণে ভূমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি স্থগিত
যুগান্তর প্রতিবেদন
০৮ জানুয়ারি ২০২২, ১৬:৪৯:২৪ | অনলাইন সংস্করণ
কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁওয়ের ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট।
ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে স্থানীয় ছয়জন ব্যক্তির রিটের শুনানি নিয়ে বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত বৃহস্পতিবার দেওয়া আদেশের বিষয়টি শনিবার জানান রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়।
মনজিল মোরসেদ জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সিদ্ধান্ত অনুযায়ী যে স্থানে (ঈদগাঁও) উপজেলা সদর দপ্তর করার কথা- তা না করে ইসলামাবাদ ইউনিয়নে ভূমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে স্থানীয় ছয় ব্যক্তির রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন।
আইনজীবী মনজিল মোরসেদ আরও জানান, রুলে ওই বিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছেন। স্থানীয় সরকার সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট ১৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঈদগাঁও উপজেলা ভবন নির্মাণে ভূমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি স্থগিত
কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁওয়ের ভবন নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট।
ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে স্থানীয় ছয়জন ব্যক্তির রিটের শুনানি নিয়ে বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত বৃহস্পতিবার দেওয়া আদেশের বিষয়টি শনিবার জানান রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়।
মনজিল মোরসেদ জানান, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সিদ্ধান্ত অনুযায়ী যে স্থানে (ঈদগাঁও) উপজেলা সদর দপ্তর করার কথা- তা না করে ইসলামাবাদ ইউনিয়নে ভূমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে স্থানীয় ছয় ব্যক্তির রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন।
আইনজীবী মনজিল মোরসেদ আরও জানান, রুলে ওই বিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছেন। স্থানীয় সরকার সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট ১৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।