যুক্তরাষ্ট্রে গিয়ে করোনা আক্রান্ত ট্রাইব্যুনালের চেয়ারম্যান
যুগান্তর প্রতিবেদন
১২ জানুয়ারি ২০২২, ১৮:৪৩:৪৩ | অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
বুধবার ট্রাইব্যুনালের আইটি উপদেষ্টা মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গেল বছরের ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। গত ৭ জানুয়ারি পরীক্ষা করে জানতে পারেন তিনি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সেখানে ছেলের বাসায় চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হলে তিনি দেশে ফিরবেন।
২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যুক্তরাষ্ট্রে গিয়ে করোনা আক্রান্ত ট্রাইব্যুনালের চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
বুধবার ট্রাইব্যুনালের আইটি উপদেষ্টা মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গেল বছরের ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। গত ৭ জানুয়ারি পরীক্ষা করে জানতে পারেন তিনি করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সেখানে ছেলের বাসায় চিকিৎসাধীন। পুরোপুরি সুস্থ হলে তিনি দেশে ফিরবেন।
২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।