ভাইয়ের বিরুদ্ধে তুরিনের করা মামলা স্থগিত
যুগান্তর প্রতিবেদন
৩১ জানুয়ারি ২০২৩, ১৯:১৭:১৬ | অনলাইন সংস্করণ
চরিত্র নিয়ে মিথ্যা দুর্নাম রটানোর অভিযোগ তুলে ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে ব্যারিস্টার তুরিন আফরোজের দায়ের করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
মামলা বাতিল চেয়ে শিশিরের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মনযুর রাব্বি, সঙ্গে ছিলেন এম আনিসুজ্জামান।
পরে মনযুর রাব্বি বলেন, একই দিনে তুরিন আফরোজ এবং তার ভাই শাহনেওয়াজ থানায় জিডি করেন; কিন্তু পুলিশ ভাইয়ের জিডি না নিয়ে বোনের জিডি নিয়ে মামলা ফাইল করে; যা উদ্দেশ্যপ্রণোদিত। এ বিবেচনায় মামলাটি বাতিলযোগ্য। আদালত শুনানি নিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছেন।
২০১৯ সালের ১৪ জুন বাসভবনে জোরপূর্বক প্রবেশ করতে চাওয়ার জন্য এবং তুরিন আফরোজকে প্রাণনাশসহ নানারূপ অশালীন হুমকি দেওয়ার কারণে উত্তরা পশ্চিম থানাতে নিজের মা ও ভাইয়ের বিরুদ্ধে একটি জিডি করেন তুরিন আফরোজ। একই দিন বাড়িতে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগে শিশির তার বোন তুরিন আফরোজের বিরুদ্ধে জিডি করেন।
পরবর্তীতে তদন্তে ব্যারিস্টার তুরিন আফরোজের করা জিডির সত্যতা প্রমাণিত হয়। তদন্তকারী কর্মকর্তা ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর তুরিন আফরোজের মা ও ভাইয়ের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানার নন-এফআইআর মামলা করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নেন। পরবর্তী অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারিক আদালত। এরপর মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তুরিন আফরোজের ভাই শাহনেওয়াজ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভাইয়ের বিরুদ্ধে তুরিনের করা মামলা স্থগিত
চরিত্র নিয়ে মিথ্যা দুর্নাম রটানোর অভিযোগ তুলে ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে ব্যারিস্টার তুরিন আফরোজের দায়ের করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
মামলা বাতিল চেয়ে শিশিরের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মনযুর রাব্বি, সঙ্গে ছিলেন এম আনিসুজ্জামান।
পরে মনযুর রাব্বি বলেন, একই দিনে তুরিন আফরোজ এবং তার ভাই শাহনেওয়াজ থানায় জিডি করেন; কিন্তু পুলিশ ভাইয়ের জিডি না নিয়ে বোনের জিডি নিয়ে মামলা ফাইল করে; যা উদ্দেশ্যপ্রণোদিত। এ বিবেচনায় মামলাটি বাতিলযোগ্য। আদালত শুনানি নিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছেন।
২০১৯ সালের ১৪ জুন বাসভবনে জোরপূর্বক প্রবেশ করতে চাওয়ার জন্য এবং তুরিন আফরোজকে প্রাণনাশসহ নানারূপ অশালীন হুমকি দেওয়ার কারণে উত্তরা পশ্চিম থানাতে নিজের মা ও ভাইয়ের বিরুদ্ধে একটি জিডি করেন তুরিন আফরোজ। একই দিন বাড়িতে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগে শিশির তার বোন তুরিন আফরোজের বিরুদ্ধে জিডি করেন।
পরবর্তীতে তদন্তে ব্যারিস্টার তুরিন আফরোজের করা জিডির সত্যতা প্রমাণিত হয়। তদন্তকারী কর্মকর্তা ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর তুরিন আফরোজের মা ও ভাইয়ের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানার নন-এফআইআর মামলা করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নেন। পরবর্তী অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারিক আদালত। এরপর মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তুরিন আফরোজের ভাই শাহনেওয়াজ।