তারেক-জোবায়দার মামলার সাক্ষ্যগ্রহণে এজলাসে আইনজীবীদের হট্টগোল
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সময় এজলাসে আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ২টার পর ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ ঘটনা ঘটে।
এদিন মামলার সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ ছিল। বিএনপিপন্থি আইনজীবীরা আদালত কক্ষে অবস্থান নিলে শুরু হয় হট্টগোল। এতে অচলাবস্থা তৈরি হয়। এ সময় বিচারক এজলাস ছেড়ে চলে যান।
সূত্র জানায়, আজ মামলাটির সাক্ষ্যগ্রহণের সময় এজলাসের ভেতরে ছবি তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এ সময় বিএনপিপন্থি আইনজীবীদের কয়েকজন বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেন। অন্যদিকে আদালতের বাইরে আওয়ামীপন্থি আইনজীবীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।এ ঘটনায় আদালতের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে অচলাবস্থা চলমান থাকার খবর জানা গেছে।
তারেক-জোবায়দার মামলার সাক্ষ্যগ্রহণে এজলাসে আইনজীবীদের হট্টগোল
যুগান্তর প্রতিবেদন
৩০ মে ২০২৩, ১৮:১৪:১৪ | অনলাইন সংস্করণ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সময় এজলাসে আইনজীবীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ২টার পর ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ ঘটনা ঘটে।
এদিন মামলার সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ ছিল। বিএনপিপন্থি আইনজীবীরা আদালত কক্ষে অবস্থান নিলে শুরু হয় হট্টগোল। এতে অচলাবস্থা তৈরি হয়। এ সময় বিচারক এজলাস ছেড়ে চলে যান।
সূত্র জানায়, আজ মামলাটির সাক্ষ্যগ্রহণের সময় এজলাসের ভেতরে ছবি তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এ সময় বিএনপিপন্থি আইনজীবীদের কয়েকজন বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেন। অন্যদিকে আদালতের বাইরে আওয়ামীপন্থি আইনজীবীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।এ ঘটনায় আদালতের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে অচলাবস্থা চলমান থাকার খবর জানা গেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023