গণস্বাস্থ্যকে করোনার কিট তৈরির চূড়ান্ত অনুমোদন দিল সরকার
যুগান্তর রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ২২:৩৬:৫৭ | অনলাইন সংস্করণ
করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের কিট তৈরি ও ল্যাবের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অনুমোদন দেন।
অনুমোদন পেয়ে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ইতিমধ্যেই করোনায় আক্রান্ত রোগীর রক্তের নমুনা পাওয়া গেছে। এখন পরীক্ষামূলক কিট দিয়ে পরীক্ষা করে দেখা হবে।
আগামী ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার কিট সরকারকে সরবরাহ করবেন বলে জানান ডা. জাফরুল্লাহ।
এর আগে ডা. জাফরুল্লাহ জানিয়েছিলেন, ব্লাড গ্রুপ যে পদ্ধতিতে চিহ্নিত করা হয়, এটা অনেকটা সে রকমের একটি পদ্ধতি। অত্যন্ত স্বল্পমূল্যের এইপদ্ধতিতে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা শনাক্ত করা যাবে। তিনি জানান, সর্বোচ্চ ৩৫০ টাকায় করোনার কিট সরবরাহ করার বিষয়ে গণস্বাস্থ্যের চেষ্টা থাকবে।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তকরণের যে কিট আছে, তার দাম প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গণস্বাস্থ্যকে করোনার কিট তৈরির চূড়ান্ত অনুমোদন দিল সরকার
করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের কিট তৈরি ও ল্যাবের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অনুমোদন দেন।
অনুমোদন পেয়ে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ইতিমধ্যেই করোনায় আক্রান্ত রোগীর রক্তের নমুনা পাওয়া গেছে। এখন পরীক্ষামূলক কিট দিয়ে পরীক্ষা করে দেখা হবে।
আগামী ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার কিট সরকারকে সরবরাহ করবেন বলে জানান ডা. জাফরুল্লাহ।
এর আগে ডা. জাফরুল্লাহ জানিয়েছিলেন, ব্লাড গ্রুপ যে পদ্ধতিতে চিহ্নিত করা হয়, এটা অনেকটা সে রকমের একটি পদ্ধতি। অত্যন্ত স্বল্পমূল্যের এই পদ্ধতিতে ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনা শনাক্ত করা যাবে। তিনি জানান, সর্বোচ্চ ৩৫০ টাকায় করোনার কিট সরবরাহ করার বিষয়ে গণস্বাস্থ্যের চেষ্টা থাকবে।
উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তকরণের যে কিট আছে, তার দাম প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা।