পৌর নির্বাচনের তফসিল সোমবারের মধ্যে, ভোট ইভিএমে
যুগান্তর রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ১৯:০৯:৩০ | অনলাইন সংস্করণ
প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রোববার বা সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
তিনি জানান, প্রথম ধাপের ভোট হবে ২৭ থেকে ২৯ ডিসেম্বর। তবে বিষয়টি কমিশনের অনুমোদনের ওপর নির্ভর করছে।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
ইসি সূত্রে জানা গেছে, কমিশনে সম্ভাব্য দুটি তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণার অনুমোদন সংক্রান্ত ফাইল তোলা হয়েছে। ১৭ নভেম্বর বা ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তাব দেয়া হয়েছে। ইতোমধ্যে ১৭ নভেম্বর পার হয়ে যাওয়ায় ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণার বিষয়টি অনুমোদন হতে পারে।
নির্বাচনের বিষরে ইসির সিনিয়র সচিব বলেন, আগামী রোব বা সোমবার তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোট হতে পারে ২৭ থেকে ২৯ ডিসেম্বর। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে। তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে ডিসেম্বরে সিদ্ধান্ত নেয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পৌর নির্বাচনের তফসিল সোমবারের মধ্যে, ভোট ইভিএমে
প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রোববার বা সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
তিনি জানান, প্রথম ধাপের ভোট হবে ২৭ থেকে ২৯ ডিসেম্বর। তবে বিষয়টি কমিশনের অনুমোদনের ওপর নির্ভর করছে।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
ইসি সূত্রে জানা গেছে, কমিশনে সম্ভাব্য দুটি তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণার অনুমোদন সংক্রান্ত ফাইল তোলা হয়েছে। ১৭ নভেম্বর বা ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তাব দেয়া হয়েছে। ইতোমধ্যে ১৭ নভেম্বর পার হয়ে যাওয়ায় ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণার বিষয়টি অনুমোদন হতে পারে।
নির্বাচনের বিষরে ইসির সিনিয়র সচিব বলেন, আগামী রোব বা সোমবার তফসিল ঘোষণা করা হতে পারে। আর ভোট হতে পারে ২৭ থেকে ২৯ ডিসেম্বর। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে। তিনি আরও জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে ডিসেম্বরে সিদ্ধান্ত নেয়া হবে।