‘গ্রেফতার-ওয়ারেন্ট নিয়ে আইজিপির বার্তা গুজব’
যুগান্তর রিপোর্ট
২৭ নভেম্বর ২০২০, ২২:৫৩:৫৫ | অনলাইন সংস্করণ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেফতার বা ওয়ারেন্ট সংক্রান্ত যে বার্তা ছড়ানো হচ্ছে- তা গুজব বলে জানিয়েছে সংস্থাটির সদর দফতর।
শুক্রবার রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নাম ব্যবহার করে গ্রেফতার বা ওয়ারেন্ট সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে এটি আইজিপি মহোদয়ের কোনো বার্তা নয়, নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ।
কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘গ্রেফতার-ওয়ারেন্ট নিয়ে আইজিপির বার্তা গুজব’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেফতার বা ওয়ারেন্ট সংক্রান্ত যে বার্তা ছড়ানো হচ্ছে- তা গুজব বলে জানিয়েছে সংস্থাটির সদর দফতর।
শুক্রবার রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নাম ব্যবহার করে গ্রেফতার বা ওয়ারেন্ট সংক্রান্ত একটি বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে এটি আইজিপি মহোদয়ের কোনো বার্তা নয়, নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ।
কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।