ঢাকা ও রংপুরে বসছে নতুন রাডার
পৃথিবীর পৃষ্ঠতল সম্বন্ধে তথ্য সরবরাহ করা বা আবহাওয়ামণ্ডলের পরিস্থিতি জানতে নতুন করে দুটি রাডার টাওয়ার নির্মাণ করা হচ্ছে। এ দুটি রাডার নির্মাণ করা হবে ঢাকা ও রংপুরে।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, রাডার সিস্টেম স্থাপনে জাপান সরকারের উন্নয়ন সংস্থা-জাইকা অনুদান সহায়তা দিচ্ছে। জাইকা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে ২৮৮ কোটি ১০ লাখ ইয়েন অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৫ সালের ২৪ জুন চুক্তি হয় এবং ‘ঢাকা ও রংপুর আবহাওয়া রাডারের উন্নয়ন’ শীর্ষক প্রকল্প একনেকে অনুমোদিত হয়।
প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। এ দুটি রাডার স্থাপনের জন্য সফল দরপত্র দাতার এবং আবহাওয়া অধিদফতরের মধ্যে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি জাপানে চুক্তি স্বাক্ষর হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৫ এপ্রিল জাপানি পরামর্শক ও ঠিকাদার এবং আবহাওয়া অধিদফতরের মধ্যে রাডার টাওয়ার নির্মাণ কাজ শুরুর কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে রাডার টাওয়ার নির্মাণ কাজ শুরু হবে বলে স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন ও বেগম নাহিদ ইজাহার খান অংশ নেন।
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিবসহ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢাকা ও রংপুরে বসছে নতুন রাডার
পৃথিবীর পৃষ্ঠতল সম্বন্ধে তথ্য সরবরাহ করা বা আবহাওয়ামণ্ডলের পরিস্থিতি জানতে নতুন করে দুটি রাডার টাওয়ার নির্মাণ করা হচ্ছে। এ দুটি রাডার নির্মাণ করা হবে ঢাকা ও রংপুরে।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, রাডার সিস্টেম স্থাপনে জাপান সরকারের উন্নয়ন সংস্থা-জাইকা অনুদান সহায়তা দিচ্ছে। জাইকা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে ২৮৮ কোটি ১০ লাখ ইয়েন অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১৫ সালের ২৪ জুন চুক্তি হয় এবং ‘ঢাকা ও রংপুর আবহাওয়া রাডারের উন্নয়ন’ শীর্ষক প্রকল্প একনেকে অনুমোদিত হয়।
প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত। এ দুটি রাডার স্থাপনের জন্য সফল দরপত্র দাতার এবং আবহাওয়া অধিদফতরের মধ্যে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি জাপানে চুক্তি স্বাক্ষর হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৫ এপ্রিল জাপানি পরামর্শক ও ঠিকাদার এবং আবহাওয়া অধিদফতরের মধ্যে রাডার টাওয়ার নির্মাণ কাজ শুরুর কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারণে তা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে রাডার টাওয়ার নির্মাণ কাজ শুরু হবে বলে স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে।
কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন ও বেগম নাহিদ ইজাহার খান অংশ নেন।
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা সচিবসহ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।