ভারতের ভ্যাকসিন দ্রুতই পাচ্ছে বাংলাদেশ: দোরাইস্বামী
যুগান্তর প্রতিবেদন
১৬ জানুয়ারি ২০২১, ২২:৩৮:১৮ | অনলাইন সংস্করণ
ভারতে উৎপাদিত করোনার ভ্যাকসিন বাংলাদেশ কুইকলি (দ্রুতই) পাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের বরাতে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভ্যাকসিন নিয়ে খবর প্রকাশের প্রেক্ষিতে শনিবার হাইকমিশনার দোরাইস্বামী একথা জানান।
ওই মুখপাত্রের বরাতে খবরে বলা হয়, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে ভ্যাকসিন পাঠানোর বিষয়টি অগ্রাধিকারে থাকলেও এখনই কাছের বা দূরের কোনো বন্ধু রাষ্ট্রের অনুরোধ রাখতে পারছে না ভারত।
শনিবার বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ভারতে উৎপাদিত ভ্যাকসিন প্রতিবেশীরা প্রথমে পাবে। তার মধ্যে বাংলাদেশ অগ্রাধিকারে। এটা আমরা বরাবরই বলছি। ভারতের লোকজনের ভ্যাকসিন পাওয়ার কাছাকাছি সময়েই বাংলাদেশ পাবে- এটা বলতে পারি।
কবে নাগাদ বাংলাদেশ ভ্যাকসিন পেতে পারে? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন- কবে, কীভাবে ভ্যাকসিন পৌঁছবে সেই টাইম শিডিউল নিয়ে আমরা কাজ করছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতের ভ্যাকসিন দ্রুতই পাচ্ছে বাংলাদেশ: দোরাইস্বামী
ভারতে উৎপাদিত করোনার ভ্যাকসিন বাংলাদেশ কুইকলি (দ্রুতই) পাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের বরাতে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভ্যাকসিন নিয়ে খবর প্রকাশের প্রেক্ষিতে শনিবার হাইকমিশনার দোরাইস্বামী একথা জানান।
ওই মুখপাত্রের বরাতে খবরে বলা হয়, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে ভ্যাকসিন পাঠানোর বিষয়টি অগ্রাধিকারে থাকলেও এখনই কাছের বা দূরের কোনো বন্ধু রাষ্ট্রের অনুরোধ রাখতে পারছে না ভারত।
শনিবার বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ভারতে উৎপাদিত ভ্যাকসিন প্রতিবেশীরা প্রথমে পাবে। তার মধ্যে বাংলাদেশ অগ্রাধিকারে। এটা আমরা বরাবরই বলছি। ভারতের লোকজনের ভ্যাকসিন পাওয়ার কাছাকাছি সময়েই বাংলাদেশ পাবে- এটা বলতে পারি।
কবে নাগাদ বাংলাদেশ ভ্যাকসিন পেতে পারে? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন- কবে, কীভাবে ভ্যাকসিন পৌঁছবে সেই টাইম শিডিউল নিয়ে আমরা কাজ করছি।