রোহিঙ্গা ক্যাম্পে সতর্কতার সঙ্গে কাজ করতে বলল সংসদীয় কমিটি
সংসদ প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০:১১ | অনলাইন সংস্করণ
সমাজসেবা অধিদপ্তরকে রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম অত্যন্ত সতর্কতা ও গুরুত্বসহকারে পরিচালনা করতে বলেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে আলোচনার পর এ পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুফতা ইয়াসমিন, নাসরিন জাহান রতনা, আ কা ম সরওয়ার জাহান, আরমা দত্ত, শবনম জাহান এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।
বৈঠকে কমিটি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) নিয়ে সংসদীয় কমিটির প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ানোর সুপারিশ করা হয়।
এছাড়া কমিটি শিশু উন্নয়ন কেন্দ্র, টঙ্গী, গাজীপুর; শিশু উন্নয়ন কেন্দ্র, পুলেরহাট, যশোর (বালক) এবং শিশু উন্নয়ন কেন্দ্র, কোনাবাড়ী, গাজীপুরের (বালিকা) ব্যবস্থাপনা কার্যক্রম উন্নত ও নিয়মিত মনিটরিং করার সুপারিশ করে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সুবিধাভোগীদের জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম-এমএস ডাটাবেজ তৈরি এবং সব ভাতা জিটুপি পদ্ধতিতে পাঠানোর সুপারিশ করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রোহিঙ্গা ক্যাম্পে সতর্কতার সঙ্গে কাজ করতে বলল সংসদীয় কমিটি
সমাজসেবা অধিদপ্তরকে রোহিঙ্গা ক্যাম্পের কার্যক্রম অত্যন্ত সতর্কতা ও গুরুত্বসহকারে পরিচালনা করতে বলেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে আলোচনার পর এ পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুফতা ইয়াসমিন, নাসরিন জাহান রতনা, আ কা ম সরওয়ার জাহান, আরমা দত্ত, শবনম জাহান এবং কাজী কানিজ সুলতানা অংশ নেন।
বৈঠকে কমিটি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট (বাংলাদেশ) নিয়ে সংসদীয় কমিটির প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ানোর সুপারিশ করা হয়।
এছাড়া কমিটি শিশু উন্নয়ন কেন্দ্র, টঙ্গী, গাজীপুর; শিশু উন্নয়ন কেন্দ্র, পুলেরহাট, যশোর (বালক) এবং শিশু উন্নয়ন কেন্দ্র, কোনাবাড়ী, গাজীপুরের (বালিকা) ব্যবস্থাপনা কার্যক্রম উন্নত ও নিয়মিত মনিটরিং করার সুপারিশ করে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সুবিধাভোগীদের জন্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম-এমএস ডাটাবেজ তৈরি এবং সব ভাতা জিটুপি পদ্ধতিতে পাঠানোর সুপারিশ করা হয়।