অনেকদিন পর এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন: মন্ত্রী
সংসদ প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২২, ২১:২১:০৯ | অনলাইন সংস্করণ
আলোচিত নির্বাচন কমিশন (ইসি) আইন পাশের সময় কথা বলতে বলতে একপর্যায়ে ক্লান্ত হয়ে পানি পান করতে হয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে। এরমধ্যেও রসিকতা ছাড়েননি তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবারের অধিবেশনে নির্বাচন কমিশন গঠনের আইন পাশ হয়।
বিল পাশের সময় বিরোধী সংসদ সদস্যের বিভিন্ন সমালোচনার জবাব দেন আইনমন্ত্রী। এ সময় আধ ঘণ্টার বেশি সময় বক্তব্য দেন মন্ত্রী। একপর্যায়ে বলেন, আমাকে পানি খেতে হবে। এর কিছু পরে সংসদ কক্ষের কর্মচারী পানি এনে দেন মন্ত্রীকে।
স্পিকারের অনুমতি নিয়ে পানি পান করে রসিকতা করে তিনি বলেন, অনেকদিন পর এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন। এ সময় সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায়। পরে মন্ত্রী আবারো বলেন, আমি আগেই বলেছি- এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অনেকদিন পর এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন: মন্ত্রী
আলোচিত নির্বাচন কমিশন (ইসি) আইন পাশের সময় কথা বলতে বলতে একপর্যায়ে ক্লান্ত হয়ে পানি পান করতে হয় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে। এরমধ্যেও রসিকতা ছাড়েননি তিনি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবারের অধিবেশনে নির্বাচন কমিশন গঠনের আইন পাশ হয়।
বিল পাশের সময় বিরোধী সংসদ সদস্যের বিভিন্ন সমালোচনার জবাব দেন আইনমন্ত্রী। এ সময় আধ ঘণ্টার বেশি সময় বক্তব্য দেন মন্ত্রী। একপর্যায়ে বলেন, আমাকে পানি খেতে হবে। এর কিছু পরে সংসদ কক্ষের কর্মচারী পানি এনে দেন মন্ত্রীকে।
স্পিকারের অনুমতি নিয়ে পানি পান করে রসিকতা করে তিনি বলেন, অনেকদিন পর এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন। এ সময় সংসদ কক্ষে হাসির রোল পড়ে যায়। পরে মন্ত্রী আবারো বলেন, আমি আগেই বলেছি- এমপিরা আমাকে পানি খাইয়ে দিয়েছেন।