নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বিএনপি, আশা আইজিপির
যুগান্তর প্রতিবেদন
০৩ ডিসেম্বর ২০২২, ১৭:৩৫:১৬ | অনলাইন সংস্করণ
এখনো সময় আছে, বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শনিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাহিনীতে কর্মরত সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।
বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সর্বশেষ মহাসমাবেশ করতে চায় বিএনপি। বাংলাদেশ ব্যাংক মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে লিখিতভাবে অনুমতি চেয়েছে বিএনপি। তবে বিএনপিকে ২৬ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।
গত ২৯ নভেম্বর ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়াপল্টনে সমাবেশ করলে যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে। তাই ওই স্থানের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে ২৬ শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
বিএনপির সমাবেশ নিয়ে আইজিপি বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নেই। তবে সব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বিএনপি, আশা আইজিপির
এখনো সময় আছে, বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
শনিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাহিনীতে কর্মরত সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।
বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় সর্বশেষ মহাসমাবেশ করতে চায় বিএনপি। বাংলাদেশ ব্যাংক মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে লিখিতভাবে অনুমতি চেয়েছে বিএনপি। তবে বিএনপিকে ২৬ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।
গত ২৯ নভেম্বর ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়াপল্টনে সমাবেশ করলে যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে। তাই ওই স্থানের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে ২৬ শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
বিএনপির সমাবেশ নিয়ে আইজিপি বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নেই। তবে সব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।