টানা সাত দিন করোনায় মৃত্যুহীন দেশ
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা এক সপ্তাহ মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। সর্বশেষ বছরের প্রথম দিন একজনের মৃত্যুর খবর এসেছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৫৩ শতাংশ, যা আগের দিন ছিল ০ দশমিক ৩৯ শতাংশ।
দেশে মোট মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪০ জন রয়েছে। আর নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ২৫০ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১০৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৮ হাজার ৪৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত দশ রোগীদের মধ্যে ৮ জনই ঢাকার বাসিন্দা। আর দুইজনের একজন শেরপুর এবং রাজশাহীর।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টানা সাত দিন করোনায় মৃত্যুহীন দেশ
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা এক সপ্তাহ মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। সর্বশেষ বছরের প্রথম দিন একজনের মৃত্যুর খবর এসেছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৫৩ শতাংশ, যা আগের দিন ছিল ০ দশমিক ৩৯ শতাংশ।
দেশে মোট মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪০ জন রয়েছে। আর নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ২৫০ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১০৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৮ হাজার ৪৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত দশ রোগীদের মধ্যে ৮ জনই ঢাকার বাসিন্দা। আর দুইজনের একজন শেরপুর এবং রাজশাহীর।