একটি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল, পাঁচটি স্থগিত
সংসদ প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৮:৫০ | অনলাইন সংস্করণ
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সেনাবাহিনী পরিচালিত ৫টিসহ দেশে বর্তমানে ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় ৫টি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং একটি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়।
স্থগিত হওয়া কলেজগুলো হচ্ছে- নাইটিংগেল মেডিকেল কলেজ, আশুলিয়া ঢাকা; নর্দান ইন্টারন্যাশনাল কলেজ, আইচি মেডিকেল কলেজ উত্তরা, ঢাকা; নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ, রংপুর এবং শাহ মাখদুম মেডিকেল কলেজ, রাজশাহী।
রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।
সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, আগামী হজে বাংলাদেশ থেকে ব্যালটি ১৫ হাজার ও নন ব্যালটি ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালন করবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
একটি বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল, পাঁচটি স্থগিত
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সেনাবাহিনী পরিচালিত ৫টিসহ দেশে বর্তমানে ৭৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে আইন ও নীতিমালা অনুসারে মানসম্পন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা না করায় ৫টি মেডিকেল কলেজের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং একটি মেডিকেল কলেজের অনুমোদন বাতিল করা হয়।
স্থগিত হওয়া কলেজগুলো হচ্ছে- নাইটিংগেল মেডিকেল কলেজ, আশুলিয়া ঢাকা; নর্দান ইন্টারন্যাশনাল কলেজ, আইচি মেডিকেল কলেজ উত্তরা, ঢাকা; নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ, রংপুর এবং শাহ মাখদুম মেডিকেল কলেজ, রাজশাহী।
রোববার জাতীয় সংসদে জাতীয় পার্টির সদস্য মসিউর রহমান রাঙ্গার লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।
সৈয়দা রুবিনা আক্তারের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, আগামী হজে বাংলাদেশ থেকে ব্যালটি ১৫ হাজার ও নন ব্যালটি ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালন করবেন।